কলকাতায় দলীয় কর্মসূচির আগেই মৃত অর্জুনের বাড়ি যাচ্ছেন শাহ

বঙ্গ সফরে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরইর মধ্যে কাশীপুরের বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় চড়ছে পারদ। সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে…

বঙ্গ সফরে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরইর মধ্যে কাশীপুরের বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় চড়ছে পারদ। সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে পরিবার। এই দাবির সমর্থন জানিয়েছে বিজেপির রাজ্য নেতারা।

অর্জুনের মৃত্যুর কারণে স্বাগত জানানোর কর্মসূচি বাতিল করেছেন খোদ অমিত শাহ। কাশীপুর গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির সমস্ত কর্মী সমর্থককে কাশীপুরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন উত্তর কলকাতার বিজেপির সভাপতি কল্যাণ চৌবে।

কাশীপুর রেল কোয়ার্টারের কাছে বাড়ি অর্জুন চৌরাসিয়ার। বৃহস্পতিবার সকালে কাজের নাম করেই বেরিয়েছিল সে। রাতে আর বাড়ি ফেরেনি। স্থানীয়রা রেল কোয়ার্টারের নীচের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পান।

বিজেপি নেতা কল্যাণ চৌবে ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তিনি জানিয়েছেন কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। যারা বুথস্তরের কর্মী তাঁদের অবস্থা কী হয় সেটাই আমরা তাঁর সামনে তুলে ধরব। সাধারণ কর্মীদের প্রাণের কী অবস্থা। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। অর্জুনের ব্যক্তিগত কোনও শত্রু নেই। বিজেপির ঝাণ্ডা ধরলেই এই পরিণতি হয়।