ED: কালো টাকার খাজানা, প্রিয় পরিচারিকার নামে ৫০ লক্ষ টাকার দানপত্র করান জ্যোতিপ্রিয়

কালো টাকা সাদা করতে কী পন্থা নিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মিল মালিকের বয়ানে চাঞ্চল্যকর তথ্য। নিজের পরিচালিকার নামে পঞ্চাশ লক্ষ টাকার দানপত্র করান, বিষ্ফোরক মন্তব্য…

কালো টাকা সাদা করতে কী পন্থা নিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মিল মালিকের বয়ানে চাঞ্চল্যকর তথ্য। নিজের পরিচালিকার নামে পঞ্চাশ লক্ষ টাকার দানপত্র করান, বিষ্ফোরক মন্তব্য মিল মালিকের। রাশন দুর্নীতির তদন্ত করছে ইডি এবং তার মানিট্রেল খুঁজে বার করার চেষ্টা করছে।

কোটি কোটি টাকার দুর্নীতিতে কোথায় জ্যোতিপ্রিয় মল্লিক টাকা গচ্ছিত রেখেছেন তারই খোঁজ চালাচ্ছে ইডি। সেই তদন্তেই মিল মালিকের খোঁজ পেয়েছে ইডি তারই বিস্ফোরক বয়ান রেকর্ড করা হচ্ছে। শুধুমাত্র দানপত্র নয় একাধিক সম্পত্তি পরিচালিকার নামে করে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আয় বহির্ভূত সম্পত্তি লোকাতে পরিচারিকার নামে বিপুল সম্পত্তি লিখে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মিল মালিক আরও জানাচ্ছেন, আরও কিছু সম্পত্তি পরিচারিকার নামে করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী। এই বিস্ফোরক তথ্য ইডি আদালতেও পেশ করেছে।

শুধুমাত্র রেশন বন্টন নয় ধান কেলেঙ্কারি থেকেও বিপুল টাকা জ্যোতিপ্রিয় মল্লিক কোথাও পরিচারিকার নামে বা কোথাও কোম্পানি খুলে রেখে দিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনটি কোম্পানি খুলেছিলেন সেই কোম্পানির মাধ্যমে ১৭ কোটি টাকারও বেশি লেন করা হয়েছিল।

রেশন দুর্নীতির তদন্তে বিপুল কালো টাকা উদ্ধার করল ইডি। তল্লাশিতে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার। ইডি সূত্রে খবর অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস থেকেই ১ কোটি টাকা উদ্ধার। অন্যান্য জায়গায় তল্লাশিতে আরও ৪০ লক্ষ টাকা উদ্ধার। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ অঙ্কিত। রেশন দুর্নীতির তদন্তে ইডি একাধিক জায়গায় তল্লাশি চালায়। নদিয়া, বনগাঁ, হাওড়া ও কলকাতা চলে অভিযান।কলকাতার অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি প্যাকেট আটা তৈরির সংস্থার অফিস থেকে ১ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি। সংস্থার কারখানা ও অফিস আছে বনগাঁ, নদিয়াতে। রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ নথিও নাকি উদ্ধার করেছে ইডি