মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে আগামীকাল, শনিবার, (২৭ মে) সকালে তিন ঘন্টার জন্য বন্ধ থাকবে। এর ফলে সকালের অফিসযাত্রীরে সমস্যায় পড়তে পারেন। মেট্রো পরিষেবা সকালে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকা কারণ হিসেবে জানা যাচ্ছে মেট্রো লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণ। রেল সূর্ত্রে খবর, মেট্রো লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর পরিষেবা।
অর্থাৎ, ২৭ মে সকাল ৬টা ৫০ থেকে সকাল ১০ টা পর্যন্ত মেট্রো লাইনে পাওয়ার ব্লক চলবে। তাই মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হবেনা। তবে সেই সময় দক্ষিণেশ্বর বা দমদম থেকে মেট্রো চলবে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত। মেট্রো লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ফের মেট্রো পরিষেবা স্বাবাভিক হবে। এরপর রাত অবধি পূর্বসূচি মত চলবে ট্রেন।
কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই পাওয়ার ব্লক করা হবে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ফের সকাল ১০টা থেকে আবার দক্ষিণেশ্বর–কবি সুভাষ মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।