Jhargram: কনভয় আটকে ‘অভিষেক মুর্দাবাদ’ ধ্বনিতে কুড়মি হুঙ্কার

নবজোয়ার কর্মসূচিতে (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার নিজের নামেই ‘মুর্দাবাদ’ শুনতে হলো (Jhargram) ঝাড়গ্রামে। কুড়মি বিক্ষোভ চলছে জঙ্গলমহলের জেলাগুলিতে। নিজেদের একগুচ্ছ অধিকার নিয়ে আন্দোলন থেকে…

নবজোয়ার কর্মসূচিতে (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার নিজের নামেই ‘মুর্দাবাদ’ শুনতে হলো (Jhargram) ঝাড়গ্রামে।

কুড়মি বিক্ষোভ চলছে জঙ্গলমহলের জেলাগুলিতে। নিজেদের একগুচ্ছ অধিকার নিয়ে আন্দোলন থেকে শাসক তৃণমূল ও বিরোধী দল বিজেপিকে একযোগে হুঁশিয়ারি দিচ্ছেন কুড়মিরা। এই বিক্ষোভের মুখে পড়লেন আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

   

ঝাড়গ্রামে নারায়ণপুরে পথ আটকে কুড়মিরা বললেন অভিষেক ব্যানার্জি মুর্দাবাদ। কনভয় থেকে সেই স্লোগান শুনলেন অভিষেক। কুড়মি সম্প্রদায়ের অভিযোগ, তাদের নিয়ে অভিষেকের মন্তব্য প্রত্যাহার করতে হবে।

এর আগে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে প্রবল কুড়মি বিক্ষোভ হয়। খড়্গপুরে আক্রান্ত হয় দিলীপ ঘোষের বাড়ি। শুক্রবার অভিষেকের কনভয় ঘিরে হলো বিক্ষোভ।

পঞ্চায়েত ভোট উপলক্ষ্যে জনসংযোগের জন্য উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে তৃণমূস কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি। একের পর এক জেলায় নবজোয়ার সভায় তীব্র বিশৃঙ্খলা ও দলীয় প্রার্খী বাছাই করার জন্য গণভোট লুঠের ঘটনা ঘটেছে। দক্ষিণবঙ্গে নবজোয়ার কর্মসুচি বিরাট সফল বলে দাবি করেছে তৃ়ণমূল কংগ্রেস।

তৃ়নমূল দাবি করছে,নবজোয়ার যাত্রা নিয়ে অভিষেক এখন জঙ্গলমহলে। তাঁর জনসংযোগ যাত্রায় ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। শুক্রবার ঝাড়গ্রাম জেলার বিনপুরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব।