Garden Reach collapse: তদন্তে বিশেষ কমিটি গড়ল ‘দায় এড়ানো’ মেয়র

অবশেষে ঘুম ভাঙল কলকাতা পুরসভার। গার্ডেনরিচকাণ্ডের পর এতদিন বাদে তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরনিগম। ইতিমধ্যে এই ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে। বহুতল বিপর্যয়ে মুখ পুড়েছে…

Firhad Hakim, Mayor of Kolkata, India

অবশেষে ঘুম ভাঙল কলকাতা পুরসভার। গার্ডেনরিচকাণ্ডের পর এতদিন বাদে তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরনিগম। ইতিমধ্যে এই ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে। বহুতল বিপর্যয়ে মুখ পুড়েছে রাজ্য সরকারের। সেই মুখরক্ষা করতে এতদিন বাদে তদন্ত কমিটি গড়ে সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে,এই তদন্ত কমিটির মূলত দেখবে জমির মালিকানা কার, কে হস্তান্তর করেছিল,যে বহুতল তৈরি করা হচ্ছিল সেটি এই জমির জন্য যথেষ্ট ছিল কিনা। এছাড়াও বিল্ডিং প্ল্যান কে অনুমোদন দিয়েছিল ইত্যাদি বিষয় খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটিতে মোট সাতজন সদস্য রয়েছেন। কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার। তাঁর নেতৃত্বে মোট ছয় জন এই বিপর্যয় কারণ খতিয়ে দেখবেন। এই ৬ জন প্রতিনিধি হচ্ছেন, সিভিল বিভাগের ডিজি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি, কলকাতা পুলিশের একজন শীর্ষ কর্তা, কলকাতার বি এল আর ও, কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক।

প্রসঙ্গত বিরোধীরা এই ঘটনার সরাসরি মেয়রকে কাঠগড়ায় তুলেছে। তারা মেয়রের পদত্যাগও দাবি করে সিবিআই তদন্ত চেয়েছেন। মেয়র বারবারে এই ঘটনায় দায় কখনও আগের সরকারের ঘাড়ে চাপিয়েছেন আবার এই ঘটনাকে সামাজিক ব্যাধি বলে উল্লেখ করেছেন।