মানিকতলায় তৃণমূলের নজরে অবাঙালি ভোট

মানিকতলা বিধানসভা। সামনেই এখানে উপনির্বাচন (Maniktala Bypoll)। এই আসনে জিততে তৃণমূলের পাখির চোখ আবাসনে। ভিনরাজ্য থেকে আসা বাসিন্দাদের ভোটের দিকেও বাড়তি নজর দিচ্ছে শাসক দল।…

Maniktala Bypoll মানিকতলায় তৃণমূলের নজরে অবাঙালি ভোট

মানিকতলা বিধানসভা। সামনেই এখানে উপনির্বাচন (Maniktala Bypoll)। এই আসনে জিততে তৃণমূলের পাখির চোখ আবাসনে। ভিনরাজ্য থেকে আসা বাসিন্দাদের ভোটের দিকেও বাড়তি নজর দিচ্ছে শাসক দল।

১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে অন্যতম মানিকতলা। যা পড়ে কলকাতা উত্তর লোকসভার মধ্যে। মানিকতলায় জিততে তৃণমূলের নজর ভিনরাজ্য থেকে আসা বাসিন্দাদের ভোট এবং আবাসনের বাসিন্দাদের ভোটে।

   

একুশের বিধানসভা ভোটে মানিকতলায় জেতে তৃণমূল। বিজেপিকে হারায় ২০ হাজার ২৩৮ ভোটে। কিন্তু, এবার চব্বিশের লোকসভা ভোটে মানিকতলা থেকে মাত্র তিন হাজার ৫৭৫ ভোটে এগিয়ে তৃণমূল। লোকসভা ভোটের ফলে দেখা যাচ্ছে, মানিকতলা বিধানসভার একাধিক ওয়ার্ডে পিছিয়ে ঘাসফুল শিবির। মানিকতলা বিধানসভা এলাকার মধ্যে রয়েছে ৮টি ওয়ার্ড। এর মধ্যে ১৬ এবং ৩১ নম্বর ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। ১৬ নম্বর ওয়ার্ডে পিছিয়ে ৪১২ভোটে। ৩১ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ৪৮৮ ভোটে।

‘বিজেপি আমাকে তাড়িয়েছে, মানুষ ওদের ৬৩ সাংসদকে তাড়িয়েছে’, চরম আক্রমণাত্মক মহুয়া

ভবানীপুরের মতোই মানিকতলা বিধানসভা এলাকাতেও, ভিন রাজ্য থেকে আসা অনেকে থাকেন। ভিনরাজ্যের বাসিন্দাদের ভোট প্রায় ১৭ শতাংশ। তৃণমূল মনে করছে, এই ভোটের বেশিরভাগটাই এবার গিয়েছে বিজেপির দিকে। মানিকতলা বিধানসভা এলাকায় রয়েছে প্রচুর আবাসন। এই সব আবাসনের বাসিন্দাদের উপনির্বাচনে ভোট দিতে না যাওয়ার প্রবণতা রয়েছে। এই ছবিটা বদলাতে চাইছে তৃণমূল। তারা চাইছে, উপনির্বাচন হলেও আবাসনের ভোটাররা যেন ভোট দিতে যান।

এই ভোটারদের মন পেতে তৃণমূল কোমর বেঁধে আসরে নেমেছে। বহুতলে প্রচারের জন্য তৈরি করা হয়েছে বিশেষ গ্রুপ। এই গ্রুপের সদস্যরা আবাসনের সোসাইটি মেম্বারদের সঙ্গে বৈঠক করছেন। আবাসন এবং ভিনরাজ্যের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে তৃণমূলের পতাকা ছাড়া প্রচার করা হচ্ছে। বেশ কিছু আবাসনকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। সেখানে প্রচারে যাচ্ছেন তৃণমূলের প্রার্থী। বাংলা, হিন্দি ও ইংরেজি বলায় সাবলীল এমন কর্মীদের প্রচারে কাজে লাগানো হচ্ছে।

শপথ বিতর্কে রাজ্যপালের মনের কথা ফাঁস কুণালের!

সম্প্রতি, মানিকতলা বিধানসভা এলাকার একটি আবাসন ঘিরে শোরগোল পড়ে। ভোটের ফল বেরনোর পরে উলটোডাঙার এই আবাসনে চলে অটোর দাপাদাপি। নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর। অভিযোগ পেয়ে সেই তৃণমূল কাউন্সিলরকে তীব্র ভর্ৎসনা করেন দলনেত্রী। নির্দেশ দেন ক্ষমা চাওয়ার। সেই মতো ওই আবাসনে গিয়ে ক্ষমা চান তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ। এবার মানিকতলা জিততে বিভিন্ন আবাসনের ভোট এবং ভিনরাজ্য থেকে আসা অবাঙালি ভোটারদের দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল।