কলকাতা পুরসভায় তুলকালাম! তুমুল মারপিট BJP-TMC কাউন্সিলরদের মধ্যে

কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি-তৃণমূল কাউন্সিলররা। তুমুল বচসায় জড়ালেন শাসক-বিরোধী কাউন্সিলররা। জানা গিয়েছে তৃণমূলের অসিত বসুর সঙ্গে বিজেপি-র সজল ঘোষ, বিজয় ওঝার…

কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি-তৃণমূল কাউন্সিলররা। তুমুল বচসায় জড়ালেন শাসক-বিরোধী কাউন্সিলররা। জানা গিয়েছে তৃণমূলের অসিত বসুর সঙ্গে বিজেপি-র সজল ঘোষ, বিজয় ওঝার হাতাহাতি বাধে। শুধু তাই নয়, একে অপরের উদ্দেশে কটূ কথাও ছুড়ে দেন। এই নজিরবিহীন ঘটনার পর অধিবেশন বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামেন মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগ করে হচ্ছে যে হেনস্থার শিকার হতে হয় মেয়রকে।

জানা যাচ্ছে শনিবার কলকাতা পুরসভার অধিবেশন চলার সময় বিরোধীদের কোনও প্রশ্ন ছিল না। এরপর তৃণমূলের মালা রায় সজল ঘোষকে উদ্দেশ্য করে বলেন যে আপনাদের বিরোধীদের কেন কোনও প্রশ্ন থাকে না? এই প্রশ্নের উত্তরে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “বলেও কোনও লাভ হয় না। মেয়র-ডেপুটি মেয়র কোনও উত্তর দেয় না।”

এরপরই সজল ঘোষ এবং বিজয় ওঝার দিকে তৃণমূল কাউন্সিলার অসীম বসু তেড়ে যান বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলার অসীম বসু দাবি করেন যে মেয়রকে নিয়ে এই ধরনের মন্তব্য করা যায় না। এই মন্তব্যের পর শুরু হয় কথা কাটাকাটি এবং এরপর তা হাতাহাতিতে গড়ায়।

অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে, মহেশ শর্মা সহ একাধিক তৃণমূল কাউন্সিলর বিজেপি কাউন্সিলরদের উপর চড়াও হন। এমনকী মারধরেরও অভিযোগ ওঠে। এরপরই মালা রায় উঠে বেরিয়ে যান। জানা যাচ্ছে যে মেয়র-ডেপুটি মেয়র থামাতে গেলে তাদেরও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার অনেক্ষণ পর শান্ত হয় পরিস্থিতি।