TET Scam: মানিক ধরা দিলেও থাকছে গ্রেফতারির সম্ভাবনা

সাত দিন ধরে মিলছিল না খোঁজ। মোবাইল সুইচ অফ। বাড়িতেও মেলেনি দেখা। মানিক এখন কোথায়? তা জানতেই বৃহস্পতিবার লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই (CBI)।…

Manik Bhattacharya

সাত দিন ধরে মিলছিল না খোঁজ। মোবাইল সুইচ অফ। বাড়িতেও মেলেনি দেখা। মানিক এখন কোথায়? তা জানতেই বৃহস্পতিবার লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই (CBI)। রাত গড়াতে খোঁজ মিলল মানিকের (Manik Bhattacharya)৷ তিনি জানিয়েছেন যা আমার কাছে চাওয়া হয়েছে সমস্তটাই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছি৷ আমাকে কেউ কোনও নির্দেশ দেয়নি৷ আমি কোথাও যাইনি৷ আমার নির্বাচনী ক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় (TET scam) এর আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারিত করে কলকাতা হাইকোর্ট। এরপর একাধিকবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক। কিন্তু একাধিক অজুহাতে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। গত ১০ অগাস্টও ইডি ডেকে পাঠিয়েছিল মানিককে। কিন্তু মানিকের তরফে তার কোনও জবাব এসে পৌঁছয়নি। এরপরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বর্ষীয়ান আইনজীবীদের সঙ্গে কথা বলছেন ইডির আধিকারিকরা।

   

এরপরেই লুক আউট নোটিশ জারি করা হয় সিবিআইয়ের তরফে। সিবিআইয়ের তরফে মানিকের ছবি, মামলার বিরবণ ও তাঁর বিরুদ্ধে লাগু সমস্ত ধারার লথা উল্লেখ করা হয়৷ সিবিআইয়ের সন্দেহ ছিল বিদেশে পালাতে পারেন তিনি৷ তাই সমস্ত বিমানবন্দরে চলে যায় লুক আউট নোটিশ৷ কিছু ঘন্টা পরেই দেখা মিলল মানিকের।

সূত্রের খবর, মানিকের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পেয়েছে ইডি ও সিবিআই৷ সেই সমস্ত তথ্যগুলিকেই আগামী দিনে হাতিয়ার করতে চায় তদন্তকারী সংস্থাগুলি৷ ফলত, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে তাঁর গ্রেফতারির সম্ভাবনা বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷