Train : ইন্টারসিটি এক্সপ্রেসে হাড়হিম করা ঘটনা, চাঞ্চল্য আলিপুরদুয়ারে

চলন্ত ট্রেনে ঘটল হাড়হিম করা এক ঘটনা। শিলিগুড়ি- আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসে একটি চার বছরের শিশুর গলায় ছুড়ি ধরে ছিনতাই-এর চেষ্টা করল এক দুষ্কৃতী। এই ভয়ানক…

train

short-samachar

চলন্ত ট্রেনে ঘটল হাড়হিম করা এক ঘটনা। শিলিগুড়ি- আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসে একটি চার বছরের শিশুর গলায় ছুড়ি ধরে ছিনতাই-এর চেষ্টা করল এক দুষ্কৃতী। এই ভয়ানক ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে।

   

একটি সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, সোমবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইন্টারসিটি এক্সপ্রেসে। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, আলিপুরদুয়ার শহরের বাসিন্দা দীপেশ সরকার ও তাঁর পরিবারের লোকজন শিলিগুড়ি বেড়াতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে দুটি শিশু ছিল বলে জানা গিয়েছিল। রাজাভাতখাওয়া স্টেশন অতিক্রম করতেই কালো মাস্ক পরা এক দুষ্কৃতী এক শিশুর গলায় ছুড়ি ধরে। শিশুকে বাঁচাতে গিয়ে ধস্তাধস্তি শুরু হয়। চিৎকার শুনে আশেপাশ থেকে ছুটে আসে বাকি যাত্রীরা। ট্রেন চলছিল বলে অভিযুক্তকে ধরে ফেলে বাকি যাত্রীরা।

পুলিশ মারফত জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুজিত কুমার। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে এইরকম হাড়হিম করা ঘটনা আরও একবার যাত্রীসুরক্ষার বিষয়টি প্রশ্নচিহ্নের সম্মুখীন করল।