Monday, December 8, 2025
HomeWest BengalKolkata Cityবিজেপি সাংসদের 'বাঙালি বিরোধী' মন্তব্যে মমতা নীরব, FIR দায়ের সেলিমের

বিজেপি সাংসদের ‘বাঙালি বিরোধী’ মন্তব্যে মমতা নীরব, FIR দায়ের সেলিমের

- Advertisement -

আহমেদাবাদের বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের (Paresh Rawal) বিরুদ্ধে FIR দায়ের করলেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ, পরেশ রাওয়াল বাঙালি বিরোধী মন্তব্য করেছেন। এই বিতর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এখনও মুখ খোলেননি। এতে বিতর্ক তীব্র।

সিপিআইএমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হিন্দুত্ববাদী সংঘ পরিবারের খুবই ঘনিষ্ঠ যোগাযোগ। আর গুজরাট থেকে সাংসদ পরেশ রাওয়াল সংঘ পরিবার ঘনিষ্ঠ।

   

গুজরাট বিধানসভার ভোট প্রচারে আহমেদাবাদের সাংসদ ও অভিনেতা পরেশ রাওয়াল জনসভায় বলেন, গ্যাস সিলিন্ডার নিয়ে কী হবে? বাঙালিদের মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করতে গিয়ে মাছ ভাজা প্রসঙ্গ টেনে আনেন বিজেপি সাংসদ। পরে চাপের মুখে সরে আসেন।

বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে পরেশ রাওয়ালের মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এই ইস্যুতে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পরেশ রাওয়ালের বিরুদ্ধে FIR দায়ের করেছেন।

ফেসবুকে সেলিম লিখেছেন বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের বাঙালি বিরোধী মন্তব্যের বিরোধিতা করে, বাঙালিদের প্রতি তার বিষোদ্গারের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার দাবী জানিয়ে FIR করলাম। আশা করব পশ্চিমবঙ্গের পুলিশ বাঙালিদের বিরুদ্ধে এই কুরুচিকর, জাতিবিদ্বেষী ঘৃণাভাষণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।

তিনি লিখেছেন, বাংলার সকল মানুষকে আহবান জানাবো, বিজেপি সারা ভারত জুড়ে যে বাঙালিবিদ্বেষ ও বাংলাবিদ্বেষের বিষ ছড়াচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন। বাংলার মাটি থেকে এই বাঙালিবিদ্বেষী রাজনৈতিক সওদাগরদের উপড়ে ফেলে নির্মূল করুন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular