CPIM: মমতা বিজেপির বিরুদ্ধে না যাওয়ার বাহানা খুঁজছেন: সুজন

ইন্ডিয়া ব্লকে তিনি আপাতত নেই তা স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা। রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের সমঝোতা হবে না। তৃণমূল একা চলবে ।লোকসভা ভোটের পরবর্তী সিদ্ধান্ত…

ইন্ডিয়া ব্লকে তিনি আপাতত নেই তা স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা। রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের সমঝোতা হবে না। তৃণমূল একা চলবে ।লোকসভা ভোটের পরবর্তী সিদ্ধান্ত হবে। বলেছেন মমতা। যদিও রাহল গান্ধী বলেছেন তিনি মমতার ঘনিষ্ঠ।

রাজ্যে মমতার সাথে কংগ্রেসের সমঝোতা আপাতত ঝুলে গেছে বলেই রাজনৈতিক বিশ্লেষণ। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “অনেকে হয়তো ভাবছে মমতা ব্যানার্জি নতুন কোন কথা বললেন। কিন্তু মমতা ব্যানার্জি নতুন কোন কথা বলেননি এটাই ওনার বক্তব্য এটাই ওনার মনোভাব। উনি কোনদিনই বিজেপির বিরুদ্ধে লড়াই এ কোন বিশ্বাসযোগ্য ভূমিকা নেননি। বরং রাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির পাশে।

   

সুজন বলেন, পশ্চিমবাংলায় বিজেপিকে ডেকে স্থান করে দিয়েছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে উনি এক জোটে থাকবেন না উনি বাহানা খুঁজবেন। যাতে জোটে তালগোল পাকিয়ে দেওয়া যায় তাই পশ্চিমবঙ্গে উনি একলা আগে থেকেই। পশ্চিমবঙ্গের বাইরে যেখানে তৃণমূল নেই সেখানে ওর কোন ভূমিকা নেই।

Advertisements

কংগ্রেসকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ইন্ডিয়ান অ্যালায়েন্স আমাকে একবারও জানায়নি ওরা বাংলায় র‍্যালি করছে”।

গতকাল রাহুল গান্ধীর সাফ বলেন, ওদের দলের কেউ কিছু বলে, “আমাদের দলের কেউ কিছু বলে। কিন্তু মমতাজির সঙ্গে ব্যক্তিগত ও দলের সম্পর্ক ভালো। আসনরফা নিয়ে আলোচনা চলছে।”

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News