Loksabaha election 2024 : জোরকদমে প্রচারে তৃণমূল নেত্রী, রবিবাসরীয় দুপুরে দক্ষিণে এবং আগামী সপ্তাহে উত্তরে

লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে চারিদিকে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির মুখেরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। প্রচারে ফাঁক রাখতে চাইছে না কোনও…

mamata banerjee

লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে চারিদিকে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির মুখেরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। প্রচারে ফাঁক রাখতে চাইছে না কোনও দলই। এইবার ভোট যুদ্ধে সরাসরি মাঠে নামতে চলেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী রবিবার দুপুরে কৃষ্ণনগরে এই লোকসভার ভোটের প্রথম প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রের হয়ে এইবার লোকসভা ভোটে প্রথম মাঠে নামছেন তিনি। তারপরেই আগামী সপ্তাহে তাঁর উত্তরবঙ্গ সফর রয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ৩ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ রওনা হবেন। ৪-৮ এপ্রিল সেখানে থেকেই প্রার্থীদের সমর্থনে প্রচারসভা করবেন তিনি।

কারণ এই বছর প্রথম লোকসভা ১৯ এপ্রিল।ওই দিনই তিন আসন অর্থাৎ, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভায় ভোট। তাই স্বাভাবিক ভাবে মনে করা হচ্ছে উত্তরবঙ্গের ভোটকে মাথায় আপাতভাবে গুটি সাজাচ্ছে ঘাসফুল।প্রসঙ্গত গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে একটিও আসন পাইনি তৃণমূল। তাই এইবারে পুরোদমে ঝাঁপাতে চাইছে তৃণমূল।

তবে সবার নজর থাকবে আগামী রবিবার ধুবিলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন। তৃণমূল মারফত জানা গিয়েছে, ওই লোকসভার অধীন সব নেতাকে বাড়তি দায়িত্ব নিয়ে জনসমাগমের বন্দোবস্ত করতে বলা হয়েছে।