Mamata Banerjee: দুবাই যাবেন মমতা, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘দুবাই কানেকশন’ নিয়ে বিস্তর অ়ভিযোগ ও কটাক্ষ উড়ে আসে বিরোধী শিবির থেকে। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা…

Mamata Banerjee: দুবাই যাবেন মমতা, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘দুবাই কানেকশন’ নিয়ে বিস্তর অ়ভিযোগ ও কটাক্ষ উড়ে আসে বিরোধী শিবির থেকে। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুবাই যাচ্ছেন। তাঁর হঠাৎ দুবাই যাওয়ার বিষয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা কেন মুখ্যমন্ত্রী যাচ্ছেন?

স্বাধীনতা দিবসের দিন মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সংযুক্ত আরব আমিরশাহি ও স্পেন সফর করবেন। তিনি লগ্নি আনতে যাচ্ছেন। নবান্ন সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এই সফরে যাবেন মুখ্যমন্ত্রী। আমিরশাহির শহর দুবাইতে অনাবাসী ভারতীয় শিল্পপতি সহ সেখানকার শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুবাইয়ে তিন দিন থাকার পর মমতা স্পেনে যাবেন। স্পেনে পাঁচ ছয় দিনের কর্মসূচি রয়েছে সেখানকার শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী।

Advertisements

আমিরশাহি ও স্পেন এই দুই দেশে যেতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুমোদনের জন্য আবেদন জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে অনুমোদন এলেই মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রা চূড়ান্ত হবে রাজ্য শিল্প দফতর প্রবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা করেছে বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, নভেম্বর মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন হবে। তার আগেই বিদেশ থেকে লগ্নি আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।