ভাষা দিবসে শুটিং করলেন মমতা, দিদি নং ১-এ থাকছে নতুন চমক

কলকাতা: দিন দুয়েক আগে জানা গিয়েছিল বাংলার জনপ্রিয় শো ‘দিদি নং-১’-এ যাবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা মতো বুধবার অর্থাৎ ভাষা দিবসের দিনে ওই রিয়ালিটি…

কলকাতা: দিন দুয়েক আগে জানা গিয়েছিল বাংলার জনপ্রিয় শো ‘দিদি নং-১’-এ যাবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা মতো বুধবার অর্থাৎ ভাষা দিবসের দিনে ওই রিয়ালিটি শো-এর শুটিং-এ উপস্থিত রইলেন মমতা৷ বুধবার হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে হয় শ্যুটিং৷ এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী বাংলার রিয়েলিটি শো’তে হাজির হলেন৷

গত জানুয়ারি মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী৷ এই খবর চাউর হতেই শুরু হয়েছিল জোর জল্পনা৷ প্রশ্ন উঠতে শুরু করে ছিল তবে এবার কি রচনা ব্যানার্জীকে দেখা যাবে রাজনীতির আঙ্গিনায়৷ যদিও চলতি মাসে এই জল্পনার অবসান ঘটে৷

জানা যায়, রচনা ব্যানার্জী মুখ্যমন্ত্রীকে দিদি নং-১-এ আমন্ত্রণ জানাতে নবান্নে গিয়েছিলেন৷ সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন তিনি৷ এরপরই ১৮ ফেব্রুয়ারি নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়৷ তারপরই জানা যায় ২১ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় রিয়েলিটি শো-তে যাবেন৷ সেই মতো ভাষা দিবসের দিন অর্থাৎ বুধবার তিনি পৌঁছে যান হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে শুটিং-এ৷

দিদি নং-১ এমন একটি রিয়েলিটি শো, যেখানে বাংলার মা-বোনেরা তাঁদের জীবন সংগ্রাম, লড়াইয়ের কথা তুলে ধরেন৷ এই শো-এর সঞ্চালিকার ভূমিকায় দেখা যায় রচনা ব্যানার্জীকে৷ এই শো-তে চারটি রাউন্ডে খেলা হয়৷ জিতলে থাকে একাধিক পুরস্কারও৷ এবার এই শো-তে গিয়ে নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সূত্রের খবর, এদিন দিদি নং-১-এ স্পেশাল এপিসোড জুড়ে হয়েছে আদিবাসী নৃত্য৷ বাংলার লোকগান এবং বাংলা আধুনিক গান গাওয়া হয়েছে৷ এই স্পেশাল এপিসোডে প্রথম রাউন্ডটিই হল ‘আমি বাংলায় গান গাই’৷ দ্বিতীয় রাউন্ডটি হল ভোজনরসিক বাঙালির বাংলার খাওয়াদাওয়া নিয়ে৷ তৃতীয় রাউন্ডটি হচ্ছে বাংলার খেলা, মেলা, পুজোপার্বণ নিয়ে৷ চতুর্থ রাউন্ডের নাম ‘দিদিরা দেবে গোল’৷