Durga Puja: নেতাদের জন্য রাস্তা বন্ধ করা যাবে না, সাফ জানালেন মমতা

পুজো মানেই যানজট। পুজো মানেই রাস্তায় মানুষের ঢল। এবার সেই যানজট নিয়েই সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাফ জানিয়ে দিলেন, পাইলট নিয়ে ঠাকুর দেখতে বেরনো…

পুজো মানেই যানজট। পুজো মানেই রাস্তায় মানুষের ঢল। এবার সেই যানজট নিয়েই সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাফ জানিয়ে দিলেন, পাইলট নিয়ে ঠাকুর দেখতে বেরনো ভিআইপিদের জন্য যেন কোনও রাস্তা বন্ধ না করা হয়।সোমবার আলিপুর বডিগার্ড লাইনের পুজোর উদ্বোধন করার সময় একথা বলেন মুখ্যমন্ত্রী।

সোমবারও ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শহরের একাধিক বড় পুজোর উদ্বোধন করেন তিনি। আলিপুর বডিগার্ড লাইনের পুজো উদ্বোধনের সময় রাস্তায় যানজট নিয়ে সতর্ক করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “কেউ কেউ লালবাতি জ্বালিয়ে ঠাকুর দেখতে বের হয়। আমি কাউকে বারণ করছি না, কিন্তু তাঁদের জন্য যেন কোনও রাস্তা বন্ধ করা না হয়।আমি যদি দেখতে পাই তাহলে কিন্তু ব্যবস্থা নেব।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশকর্মীদের উদ্দেশে বলেন, “তোমাদের অনেক দায়িত্ব। মাথায় রাখতে হবে অনেক বিদেশি নাগরিক এবার আসছেন। অনেকে ঘুরতেও শুরু করে দিয়েছেন। তাঁদের বাসে ‘ফরেনার্স টুরিস্ট বাস’ লেখার ব্যবস্থা করে, সেটাকে গ্রিন চ্যানেল করে দিও।”

তারপরেই কলকাতার নগরপাল বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন, পুলিশের তরফে পুজোর সময় যান চলাচল থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনা আরও সুষ্ঠুভাবে করা হবে।