শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিপর্যস্ত রাজ্য সরকার। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুর্নীতি মেনে নেওয়ার বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেছেন নিচুতলায় কেউ অন্যায় করে থাকলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। কিন্তু কথায় কথায় চাকরি খাবেন না।
তৃণমূলের নিচুতলায় অন্যায় হয়েছে তা মেনেই নিলেন মুখ্যমন্ত্রী এমনই মনে করছে রাজনৈতিক মহল। তবে একইসাথে আরও ব্যাখ্যা শাসক দলের উঁচুতলা নিয়ে মমতা নীরব কেন। শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির তদন্তে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার আলিপুর জজ কোর্টে ঋষি অরবিন্দের ১৫০তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, কালকেও দু’জন আত্মঘাতী হয়েছেন। হঠাৎ করে চাকরি চলে গেলে খাবে কী?
চাকরিহারাদের ফের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অন্যায় করলে চড় মারুন আমাকে, কিছু মনে করব না। তিনি বলেন, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। কিন্তু যাদের চাকরি চলে গেছে তাদের সুযোগ দিন।
নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে আগেই দলের সব পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতি বিপুল কালো টাকার লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়ার আগে তিনি তৃণমূলের মহাসচিব ছিলেন। এবার নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের দুই যুব নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল শাসক দল। বিরোধীদের কটাক্ষ, ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে।