Elephant Attack: বুনো হাতির হামলায় ভয়াবহ পরিস্থিতি কিষণগঞ্জে, বাংলার দিকে ছড়িয়েছে উদ্বেগ

উন্মত্ত হাতির দল তেড়ে এসে (Elephant Attack) ভেঙে দিল একের পর এক বাড়ি। ভয়াবহ পরিস্থিতি বিহারের কিষণগঞ্জে (kishanganj)। এখানে কয়েকটি বন্য হাতির তাণ্ডব চলেছে। কিষণগঞ্জের…

উন্মত্ত হাতির দল তেড়ে এসে (Elephant Attack) ভেঙে দিল একের পর এক বাড়ি। ভয়াবহ পরিস্থিতি বিহারের কিষণগঞ্জে (kishanganj)। এখানে কয়েকটি বন্য হাতির তাণ্ডব চলেছে।

কিষণগঞ্জের লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা। হাতির হানার খবর সীমানা পেরিয়ে বাংলার দিকে উদ্বেগ বাড়িয়েছে। এদিকে কিষণগঞ্জে জারি হয়েছে সতর্কতা।

মঙ্গলবার সকালে কিষনগঞ্জের লাগোয়া নেপাল সীমান্তের টেরাগছ ও দিঘলব্যাংক এলাকায় ঢুকে পড়ে একপাল বন্য হাতি। এই হাতির দল দীঘলব্যাংক এলাকার ধনটোলা গ্রামের চারটি ঘর ভেঙে দেয়। স্থানীয় কয়েকজনের মোবাইলে ধরা পড়েছে নেপাল থেকে আসা হাতির হামলার ভয়াবহ ছবি। গ্রাম তছনছ করে হাতির দল চলে যায় কিষণগঞ্জেরই টেরাগছের বৈরিয়া গ্রামে। দুটি গ্রামেই ক্ষেতের ফসল ও মজুত চাল নষ্ট করেছে হাতির দল।

হাতির পাল নেপাল থেকে আসায় তাদের ফের নেপালে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কিষণগঞ্জ জেলা প্রশাসন। নেপালের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। কিষণগঞ্জ জুড়ে প্রবল আতঙ্ক। বুনো হাতির দল শহরে ঢুকে তাণ্ডব করতে পারে এমনই আতঙ্ক ছড়িয়েছে।

কিষণগঞ্জের জেলাশাসক শ্রীকান্ত শাস্ত্রী জানান, বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে ঘটনাস্থলে গেছে। কয়েকদিন ধরেই হাতির পাল নেপাল সীমান্তের ভারতীয় গ্রামগুলিতে ঢুকেছে। ভুট্টার ক্ষেত নষ্ট করেছে।