Loksabha election 2024:মোদী-শাহকে মুখোমুখি বিতর্ক সভায় আসার আহ্বান জানালেন মমতা

শুক্রবার উত্তরবঙ্গে জোড়া সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন তিনি কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন। আলিপুরদুয়ারের দ্বিতীয় সভা থেকে বিজেপির প্রথম সারির নেতাদের বিতর্ক…

tmc-bjp

শুক্রবার উত্তরবঙ্গে জোড়া সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন তিনি কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন। আলিপুরদুয়ারের দ্বিতীয় সভা থেকে বিজেপির প্রথম সারির নেতাদের বিতর্ক সভায় আসার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন,” তোমরা এসো না আমার সঙ্গে কোনও টিভির বিতর্কসভায় বোসো। মুখোমুখি আলোচনা করব। তার পরে জনতা ঠিক করবে কে মিথ্যা কথা বলেছে।” কিছুদিন আগে বালুরঘাটে প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেই সভা থেকে বলেছিলেন, ” মমতাদিদি সিএএ নিয়ে মানুষকে বিপথে চালিত করছেন। অসত্য বলছেন।” এই কথার প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কসভায় আসার আহ্বান দেয়।

উত্তরবঙ্গ থেকে তিনি চা বাগান প্রসঙ্গে বলেন, ” মোদী পাঁচটা চা-বাগান খুলবে বলেছিল দুটোও খুলতে পারেনি। আমার সরকার ৫৯টা চা-বাগান বানিয়েছে।”এছাড়াও তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণের সুরে বলেন, ” ভিক্ষা চাইলে আমি জনতার থেকে চাইব। দিল্লির কাছে হাত পাতব না। কারণ মোদীর গ্যারান্টির কোনও ভরসা নেই।” শুধু তাই নয় বুথে বুথে জুলুম হলে তিনি পরামর্শ দিলেন কী করণীয়। তাঁর কথায়, ” ভোটের বুথে জুলুম করলে, অত্যাচার করলে, মা-বোনেদের বসিয়ে দেবেন। ওরা রান্না করে, বাড়ির কাজ করে, সব পারবে।”

   

সভা শেষের দিকে তিনি বিজেপির স্লোগানকে কটাক্ষ করে বলেন, ” ৪০০ পার কেন? বল ৪২০ পার করো। তবে না কেন্দ্রে ৪২০-র সরকার তৈরি হবে।” উত্তরবঙ্গকে পাখির চোখ করতে চাইছে তৃণমূল। ২০১৯ সালে গোটা উত্তরবঙ্গ জুড়ে তৃণমূলের ফল একদমই ভাল হয়নি। গোটা উত্তরবঙ্গেই মুখ থুবড়ে পড়েছিল ঘাসফুল শিবির। তাই এইবার কোনও ভুল করতে চাইছে না তারা। তৃণমূল উত্তরবঙ্গে পুরোনো জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।