DA Strike: ‘টের পাবে চৌদ্দ তলা’ বলছেন ধর্মঘটি সরকারি কর্মচারিরা, নিষেধাজ্ঞা জারি করলেন মমতা

সরকারি কর্মচারিদের ধর্মঘট (DA Strike) রুখতে কড়া নির্দেশিকা নিল মমতার সরকার (Mamata Banerjee government)। একগুচ্ছ পদক্ষেপ নিল নবান্ন।

government employees

সরকারি কর্মচারিদের ধর্মঘট (DA Strike) রুখতে কড়া নির্দেশিকা নিল মমতার সরকার (Mamata Banerjee government)। একগুচ্ছ পদক্ষেপ নিল নবান্ন। ডিএর দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের (government employees) ৪০ টি বেশি সংগঠন। বিগত বাম জমানারও আগে এমন সরকারি কর্মচারিদের ধর্মঘট হয়েছিল। এবার সেই অবস্থার মুখোমুখি তৃণমূল কংগ্রেস জমানা।

বৃহস্পতিবার ধর্মঘট রুখতে নবান্নের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কর্মচারীদের শুক্রবার কাজে যোগ দিতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে সঠিক সময়ে যেতে হবে। অন্যক্ষেত্রেও একই নিয়ম থাকবে। নির্দিষ্ট কারণ ছাড়া কেউ যোগ না দিলে এক দিনের বেতন কাটা হবে বলে জানিয়েছে নবান্ন। একইসঙ্গে কর্মজীবন থেকে একদিন ছেদ যাবে বলে জানিয়েছে নবান্ন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

নবান্নের তরফে এই বার্তা মিলতেই আন্দোলন মঞ্চের বক্তব্য, সরকার ভয় পেয়েছে বলেই এইভাবে চোখ রাঙাচ্ছে। কিন্তু সরকার ভুলে যাচ্ছে ধর্মঘট করা কর্মচারীদের আইনস্বীকৃত অধিকার। এইভাবে নির্দেশিকা দিয়ে ধর্মঘট রোখা যাবে না। শুক্রবার একেবারে চোদ্দতলা টের পাবে বলে জানাচ্ছেন তাঁরা।
সরকারি কর্মচারীদের ধর্মঘট সমর্থনে এগিয়ে এসেছে বাম, বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি।

ক্ষমতায় আসার পর থেকেই ধর্মঘটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘট ডেকেছে। বকেয়া ডিএ ও সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে গত ১ মাসের বেশি সময় ধরে শহীদ মিনারের পাদদেশে ধর্না ও অনশনে সামিল রাজ্যের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের ৪২ টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। একটানা চলছে অনশন কর্মসূচি।

সরকারের তরফে ঘোষণা করা হয় বাড়তি ৩ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। এই ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে নারাজ বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমার মুণ্ডু কেটে নিলেও আর দিতে পারব না।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সরকারি কর্মচারিদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও বৈঠক করে আন্দোলনকারীদের সমর্থনের কথা জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।