Recruitment Corruption: বনির গাড়ি প্রসঙ্গে ‘বিস্ফোরক’ মন্তব্য বান্ধবী কৌশানির

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption) বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেন অভিনেতা সেনগুপ্ত (Bonny Sengupta)।

Bonny Sengupta Koushani Mukherjee

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption) বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেন অভিনেতা সেনগুপ্ত (Bonny Sengupta)। তৃণমূল নেতা কুন্তল ঘোষের প্রযোজনা সংস্থার হয়ে কাজের জন্য টাকা নিয়েছেন বনি। এমনকি তাঁকে একটি গাড়ি উপহার দিয়েছিল। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যেই বনিকে তলব করে ইডি। এখন সেই ঘটনা নিয়ে মুখ খুললেন বনির বান্ধবী তৃণমূল নেত্রী কৌশানী মুখ্যোপাধ্যায় (Koushani Mukherjee)।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে মকুল রায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন কৌশানী। অন্যদিকে, সেই সময়েই বিজেপিতে যোগদান করেছিলেন বনি। এখন নিয়োগ দুর্নীতিতে বনিকে তলবের পরেই মুখ খুলেছেন কৌশানী। তিনি বলেন, সিনেমার মাধ্যমে আলাপ নেই। ইভেন্টের মাধ্যমেই আলাপ। আমার সঙ্গে ব্যক্তিগত কোনও বিষয় নেই। বনি কুন্তলের কাছ থেকে কি নিয়েছে, সেটা বনির মা-বাবা এবং বনি দেখে। আমি কিন্তু তাঁর মা-বাবা নই। আমি তাঁকে এরকম কোনও উপদশ দিতে পারিনা, যে এটা করো এটা করো না। আমি এই বিষয়ে কোনও কিছুই জানি না। বা জানতাম না। কখন কি লেনদেন হয়েছে, সেটা আমার জানার বিষয় না। আমি কিছু নিইনি। এটা আমি জানি। আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই।

বনির গাড়ি কেনা নিয়ে প্রশ্ন করা হলে কৌশানীর জবাব, বনি এত সফল অভিনেতা, একটা গাড়ি কিনতে পারেন না! এর মধ্যে কোনও সন্দেহজনক বিষয় রয়েছে, যেটা আমি ভাববো দুই বার। আমি যদি ইভেন্টের বিনিময়ে টাকা নিই, সেটা আমার কাজ। সেটা করার জন্য এত প্রশ্ন আসে না। কুন্তল ঘোষ আমার জীবনে কোনও ম্যাটার করে না। আমি একটা সন্ধ্যেবেলা গেছি ইভেন্ট করেছি, পেমেন্ট পেয়েছি, গল্প শেষ। এর বাইরে আর কিছু ভাবার নেই।

বৃহস্পতিবার সকাল থেকে বনিকে চলছে জিজ্ঞাসাবাদ। দ্বিতীয় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। ইডির প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর বনি দাবি করেন, কাজের বদলেই সেই গাড়ি উপহার দিয়েছিল কুন্তল। তখন এই বিষয়ে কোনও ধারণা ছিল না। জানলে এই ধরনের ফাঁদে পা দিতেন না। আমি এখন জানতে পারলাম, উনি যা যা করেছেন, সবই ভুল। আমি সব সত্যিটা জানিয়েছি। তাঁরা তদন্ত করবেন। আমি কোনও মিথ্যে কথা বলছি না। শেষ লেনদেন হয়েছিল ২০১৭ সালে। তিনি জানিয়েছেন ক্যাশে নয়, সাদা টাকাই ব্যবহার হয়েছিল। কিন্তু ছবি হয়নি। পরে ইভেন্ট করে সেই টাকা মিটিয়েছিল বনি।