ভোট শুরু হওয়ার মুখেই এক সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু ঘটল। শুক্রবার থেকে সারা দেশ জুড়ে শুরু হলো লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট। উত্তরবঙ্গের মোট তিনটি আসনে ভোটগ্রহণ রয়েছে আজ। এরই মধ্যে কোচবিহারের মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর এক ইনসপেক্টরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বাথরুমে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।
কমিশনের খবরের ভিত্তিতে আরও জানা গিয়েছে যে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ বাথরুমে অচেতন হয়ে পড়ে যান ওই জওয়ান। সেখানেই মৃত্যু হয় তাঁর। কিউআরটি টিমে থাকার কথা ছিল তাঁর। মৃত জওয়ানের নাম মিলেশ কুমার নিলু। তিনি বিহারের বাসিন্দা। তাঁর বয়স ৪২ বছর। তিনি মাথাভাঙায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার রাতে হঠাৎ বাথরুমে অসুস্থ নিয়ে পড়ে যায়। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
কমিশন সূত্রে বলা হয়েছে আপাতত তাঁর দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভোট শুরু হতেই সকাল থেকে একের পর অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপি এবং তৃণমূল একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। বিজেপি নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে।