Weather: রাজস্থানের গরমকে টেক্কা দিল কলকাতা, ৮ জেলায় কমলা সতর্কতা জারি

হু হু করে পারদ চড়ছে দক্ষিণবঙ্গের। কবে এই তাপমাত্রা নিম্নমুখী হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে। এখন যেন রীতিমতো দুয়ারে রাজস্থান এসে হাজির হয়েছে। বিগত…

হু হু করে পারদ চড়ছে দক্ষিণবঙ্গের। কবে এই তাপমাত্রা নিম্নমুখী হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে। এখন যেন রীতিমতো দুয়ারে রাজস্থান এসে হাজির হয়েছে। বিগত দুদিন ধরে কলকাতা সহ বাংলার বেশ কিছু জায়গার তাপমাত্রা রাজস্থানের গরমকেও রীতিমতো হার মানিয়ে গিয়েছে। গরম আবহাওয়ার (Weather) জেরে এক কথায় সকলের অবস্থা কাহিল। 

আপনি জানলে হয়তো অবাক হবেন, ১৮ই এপ্রিল রাজস্থানের উল্লেখযোগ্য শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৯°সে। সেখানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে ৪০°সে এর উপরে। যাইহোক, আজ শুক্রবার লোকসভা ভোটের প্রথম দিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে এবার সেটা নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে যেভাবে কলকাতা সহ বাংলায় গরম পরছে সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে নতুনভাবে মরুভূমি তৈরির প্রস্তুতি নিচ্ছে আমাদের তিলোত্তমা শহর কলকাতা।

হাওয়া অফিস বলছে, কলকাতায় আগামী তিনদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। শুধু তাই নয়, আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনের বেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। সর্বোচ্চ তাপমাত্রা এতটাই বাড়বে যে কলকাতার সহ দক্ষিণবঙ্গের লু পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী তিন দিনের কলকাতা কোন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ দক্ষিণবঙ্গের বহু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আজ ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। এছাড়া আজ উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।