তৃণমূল-বিজেপি সংঘর্ষে অশান্ত কোচবিহার, মাথা ফাটল TMC কর্মীর

ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার (Coochbehar)। এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের চান্দামারি এলাকা। সংঘর্ষে মাথা ফাটল এক তৃণমূল কর্মীর। ইটের আঘাতে তাঁর মাথা…

ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার (Coochbehar)। এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের চান্দামারি এলাকা। সংঘর্ষে মাথা ফাটল এক তৃণমূল কর্মীর। ইটের আঘাতে তাঁর মাথা ফেটেছে বলে অভিযোগ। 

কোথাও এজেন্টকে বাধা তো কোথাও মারধর, ভাঙচুরের ঘটনা ঘটেছে সকাল থেকে।  আজ সকাল থেকেই কোথাও বিজেপি তো কোথাও আক্রান্ত হচ্ছে তৃণমূল। আবার কোথাও উঠেছে রাজনৈতিক দলের পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ। সব মিলিয়ে আজ প্রথম দফার লোকসভার ভোটগ্রহণ শুরু হতে না হতেই অশান্তি ছড়িয়ে পরেছে কোচবিহার জেলাজুড়ে। 

অন্যান্য জায়গার পাশাপাশি কোচবিহারেও আজ সকাল থেকে প্রথম দফার লোকসভা ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে মোট বুথ ২ হাজার ৮৩টি। এছাড়া স্পর্শকাত্র বুথের সংখ্যা ১৯৬টি। ভোটকে কেন্দ্র করে কোচবিহার জেলায় ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, প্রায় ১১ হাজার রাজ্য পুলিশকেও মোতায়েন করা হয়েছে বলে খবর।