Lok Sabha Election: ভোট ঘিরে ধুন্ধুমার কলকাতার বেলেঘাটা, মুখ ফাটল বিজেপি কর্মীর

দুই বৃদ্ধের ভোট (Lok Sabha Election) ঘিরে ধুন্ধুমার কলকাতার বেলেঘাটা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাথা ফাটল বিজেপি কর্মীর। তৃণমূলের অভিযোগ, বিজেপি বহিরাগতদের নিয়ে এসে (Lok Sabha Election)…

lok-sabha-election-bjp-mla-manaj-tigga-file-complaint-at-election-commission

দুই বৃদ্ধের ভোট (Lok Sabha Election) ঘিরে ধুন্ধুমার কলকাতার বেলেঘাটা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাথা ফাটল বিজেপি কর্মীর। তৃণমূলের অভিযোগ, বিজেপি বহিরাগতদের নিয়ে এসে (Lok Sabha Election) গন্ডগোল পাকাচ্ছে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে বিজেপি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে যান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়।

সেই সময় তাপসকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। উত্তর কলকাতার বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার সকালে বেলেঘাটা ৩৫ নম্বর ওয়ার্ডে ৮৫ ঊর্ধ্ব দুই ব্যক্তির ভোট নিতে যান নির্বাচন কমিশনের আধিকারিকরা। ভোট নেওয়ার সময় নির্বাচনী এজেন্ট কেন আসবে? এই অভিযোগ তুলে বচসায় জড়ান তৃণমূল ও বিজেপি কর্মীরা।

   

ক্রমে তা হাতাহাতির রূপ নেয়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ঝামেলার জেরে কিছুক্ষণের মধ্যেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দলের কর্মীদের উপর হামলার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সংঘর্ষের জেরে এক বিজেপি কর্মীর মুখ ফেটে যায়। ঘটনাস্থলে যান তাপস রায়। এর জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

Karthik Maharaj: আতঙ্কে থরহরিকম্প কার্তিক মহারাজের! আশ্রমিকদের জন্য জানালেন বড় আর্জি

বিজেপি বহিরাগতদের নিয়ে এসে গন্ডগোল করেছে, এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের। ‘বহিরাগত’ অভিযোগ প্রসঙ্গে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, তৃণমূলের গোটাটাই তো বহিরাগত। এবারের ভোটেও বহিরাগতদের প্রার্থী করেছে ওরা। ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা – এরা সবই তো বহিরাগত। তাই বিজেপির বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ তুলে কোনও লাভ হবে।

উত্তর কলকাতার বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ বলেন, মাত্র দুটি ভোটও শান্তিপূর্ণ ভাবে করাতে পারছে না। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এখনই এমন হলে ১ জুন বেলেঘাটায় কীভাবে ভোট হবে? আমরা চাই বেলেঘাটায় শান্তিপূর্ণ ভোট হোক। আজকের ঘটনার কথা নির্বাচন কমিশনকে জানানো হবে। আশা করি বেলেঘাটার ভোট শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Abijit Ganguly: বড় ফাঁপড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের