International Tea Day: ফ্রিতে দেওয়া হচ্ছে চা, যে যাবেন সে-ই পাবেন

শিলিগুড়ি: আজ চা প্রেমীদের জন্য বিশেষ দিন। কারণ আজ আন্তর্জাতিক চা দিবস (International Tea Day)। আর এই বিশেষ দিনে বিশেষ করে সকলকে চমকে দিল উত্তরবঙ্গ…

শিলিগুড়ি: আজ চা প্রেমীদের জন্য বিশেষ দিন। কারণ আজ আন্তর্জাতিক চা দিবস (International Tea Day)। আর এই বিশেষ দিনে বিশেষ করে সকলকে চমকে দিল উত্তরবঙ্গ চা উৎপাদক কল্যাণ সমিতি। এই দিনটি শুধু ভারতেই নয়, সারা বিশ্বে চা প্রেমীদের দ্বারা পালিত হয়। জলের পরেই চা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়।

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে উত্তরবঙ্গ চা উৎপাদক কল্যাণ সমিতি আজ মানুষকে বিনামূল্যে চা পরিবেশন করছে। এর জন্য হাশমি চক-সহ একাধিক জায়গায় শিবির বসানো হয়েছে। উত্তরবঙ্গ চা উৎপাদক কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি সতীশ মিত্রুকা বলেন, ‘চায়ের প্রতি মানুষের জনপ্রিয়তা এমনিতেই অনেক বেশি, এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা গত ৫ বছর ধরে বিনামূল্যে চা বিতরণ শিবিরের আয়োজন করছি। আজ আন্তর্জাতিক চা দিবসে হাশমি চক এবং অন্যান্য জায়গায় শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা চা বিতরণ করছি। এটি খুব গরম হয়ে উঠছে, এজন্য আমরা মানুষকে আইসড চাও দিচ্ছি।’

   

সতীশ মিত্রুকা আরও বলেন, “গত বছর আমরা ৩০০ কাপ চা বিতরণ করেছি এবং এই বছর আমরা ৫০০০ কাপ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছি। সরকারের কাছে আমাদের দাবি হল চাকে জাতীয় পানীয় হিসাবে ঘোষণা করা উচিত কারণ জলের পরে চা দ্বিতীয় বৃহত্তম পানীয়।”