সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল প্রচুর লোকাল ট্রেন

ফের শিয়ালদহ ডিভিশনে (Local Train Cancelled) ট্রাফিক এবং পাওয়ার ব্লক। আর এর জেরে বাতিল প্রচুর লোকাল ট্রেন। কিছু ট্রেনের গন্তব্য এবং যাত্রা শুরুর স্টেশনেও পরিবর্তন…

A local train arriving at a station with passengers waiting on the platform and train tracks visible.

ফের শিয়ালদহ ডিভিশনে (Local Train Cancelled) ট্রাফিক এবং পাওয়ার ব্লক। আর এর জেরে বাতিল প্রচুর লোকাল ট্রেন। কিছু ট্রেনের গন্তব্য এবং যাত্রা শুরুর স্টেশনেও পরিবর্তন আনা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এই ব্লকের ফলে মূলত শিয়ালদহ থেকে বনগাঁ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হবে।

রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ১০ নম্বর ব্রিজে গার্ডারিং সংক্রান্ত কাজের জন্য শিয়ালদহ ডিভিশনের দমদম-বারাসত সেকশনের মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। আপ ও ডাউন লাইনে আলাদা আলাদা সময়ে ব্লক নেওয়া হবে জানানো হয়েছে।

   

রেল জানিয়েছে, ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ১০টা, অর্থাৎ ১২ ঘণ্টা ডাউন লাইনে এবং ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮টা অর্থাৎ ১০ ঘণ্টা আপ লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন থাকছে। এই সময় পর্বে ওই দুই লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে।

নীল শাড়ি-কাঁধে ব্যাগ-চোখে চশমা, মেট্রোয় চেপে সংসদে সাংসদ সায়নী!

হাসনাবাদ-শিয়ালদহ, বনগাঁ-শিয়ালদহ, দত্তপুকুর-শিয়ালদহ, লক্ষ্মীকান্তপুর-নামখানা, মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, বনগাঁ-মাঝেরহাট, হাবড়া-শিয়ালদহ, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-বারাসত, মাঝেরহাট-মধ্যমগ্রাম, বারাসত-বনগাঁর মতো কিছু লোকাল ট্রেন রবিবার বাতিল করা হবে।

শনিবার এবং রবিবার বহু ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হবে। রেলের আধিকারিকদের মতে, টানা এতটা সময় যাত্রী পরিষেবা ব্যাহত হলেও রেলের আধুনিকীকরণের জন্য এই কাজ অত্যন্ত প্রয়োজন। কাজ সমাপ্ত হলে যাত্রীরা আরও উন্নত পরিষেবা পাবেন। সেই কারণেই এই ব্লক নেওয়া হচ্ছে।

এবার চাকরি যাচ্ছে হাজার হাজার প্রাথমিক শিক্ষকের! বিস্ফোরক নথি হাতে পেল সিবিআই