শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল প্রচুর লোকাল ট্রেন

সপ্তাহান্তে ফের ট্রাফিক ব্লক। শিয়ালদহ ডিভিশনের নৈহাটি-ব্যান্ডেল শাখায় ট্রাফিক ব্লকের জেরে বাতিল একগুচ্ছ ট্রেন (Local Train Cancelled)। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নৈহাটি ও গরিফার…

A local train arriving at a station with passengers waiting on the platform and train tracks visible.

সপ্তাহান্তে ফের ট্রাফিক ব্লক। শিয়ালদহ ডিভিশনের নৈহাটি-ব্যান্ডেল শাখায় ট্রাফিক ব্লকের জেরে বাতিল একগুচ্ছ ট্রেন (Local Train Cancelled)। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নৈহাটি ও গরিফার মাঝে ২৭ জুলাই রাত ১১টা ৩০ মিনিট থেকে ২৮ জুলাই রবিবার সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। ফলে ট্রেন বাতিলের পাশাপাশি সময় পরিবর্তনও করা হবে।

রেলের আধিকারিকদের মতে, টানা এতটা সময় যাত্রী পরিষেবা ব্যাহত হলেও রেলের আধুনিকীকরণের জন্য এই কাজ অত্যন্ত প্রয়োজন। কাজ সমাপ্ত হলে যাত্রীরা আরও উন্নত পরিষেবা পাবেন। সেই কারণেই এই ব্লক নেওয়া হচ্ছে। কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তন আনা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

   

এই ব্লকের ফলে মূলত নৈহাটি-ব্যান্ডেল শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হবে। এক্ষেত্রে বলে রাখা উচিত, নৈহাটি-ব্যান্ডেল শাখায় লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনও চলে। ফলে ব্লকের ফলে শুধুমাত্র লোকাল ট্রেন নয়, এক্সপ্রেস চলাচলও ব্যাহত হবে। নৈহাটি-ব্যান্ডেল লাইনের বদলে ডানকুনি হয়ে কিছু ট্রেন চালানো হবে।

Kolkata Metro: কলকাতা মেট্রোর নজিরবিহীন সিদ্ধান্ত, স্টেশন থেকে এবার উঠছে টিকিট বুকিং কাউন্টার!

শনিবার আপ–ডাউন মিলিয়ে এক জোড়া নৈহাটি–ব্যান্ডেল, এক জোড়া শিয়ালদহ–শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ–রানাঘাট, এক জোড়া কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।

রবিবার বাতিল করা হয়েছে আপ–ডাউন মিলিয়ে চার জোড়া নৈহাটি–ব্যান্ডেল, দু’জোড়া শিয়ালদহ–কৃষ্ণনগর, দু’জোড়া শিয়ালদহ–শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ–রানাঘাট লোকাল। রবিবার বাতিল থাকবে দু’জোড়া শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট–নৈহাটি লোকাল এবং একটি নৈহাটি–কল্যাণী সীমান্ত লোকাল।

রবিবার বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাণী–কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর–কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদা টাউন–শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, জয়নগর–শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে।

বিধায়ক সায়ন্তিকার থেকে মিলবে কড়কড়ে ২৫ হাজার! কী এমন করতে হবে?

কোন কোন ট্রেন বাতিল?

শনিবার বাতিল থাকবে – ৩৭৫৫৭, ৩৭৫৫৮, ৩১৫৪১, ৩১৫৪০, ৩১৬৩১, ৩১৬৩৬, ৩১১৯২। রবিবার বাতিল থাকবে – ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫, ৩৭৫২৭, ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫২৬, ৩৭৫২৮, ৩১৮১১, ৩১৮১৩, ৩১৮১২, ৩১৮১৪, ৩১৫১১, ৩১৫১৩, ৩১৫১৪, ৩১৫১৬, ৩১৬১১, ৩১৬১৪, ৩১১৯১, ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৭১২, ৩১৭১১।