হালকা মাঝারি বৃষ্টিপাতে ভিজবে কলকাতা

রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর…

রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অভিমুখ। শক্তি বাড়িয়ে আগামী ২৪ ঘন্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।

ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তীসগড় সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে আসবে নিম্নচাপের কাছাকাছি।

দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি। কলকাতা-সহ বেশ কিছু জেলাতে ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না, ঘাটতি মেটার সম্ভাবনা আপাতত নেই।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টি বাড়বে আগামিকাল থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিদর্ভ, ছত্তিসগড়, কঙ্কন গোয়া ঘাট ও মধ্য মহারাষ্ট্র এলাকায়।