পুরভোটে কি পুরনিগম ভোটের উত্থান বজায় থাকবে? রাজ্য বাম নেতারা এই অংক কষছেন। তাঁদের যুক্তি ট্রেন্ড ঘুরছে। বিরোধী ভোট ফের বামমুখী। আর ভোট বিশ্লেষণে উঠে আসছে, পুরভোটে জেলা ও মফস্বলে সিপিআইএমের (CPIM) পক্ষে কোনও বোর্ড দখল সম্ভব নয় তবে ভোট বাড়ছে। শাসক তৃণমূল কংগ্রেস মনে করছে, আগামী নির্বাচনগুলি ফের বামেদের সঙ্গে লড়াই হতে চলেছে।
১০৮টি পুরভোটে ব্যাপক রিগিং অভিযোগে বিরোধী দল বিজেপি সোমবার রাজ্যে ১২ ঘণ্টার বনধ ডেকেছে। এই দিনই জেলায় জেলায় প্রশাসনিক কার্যালয়ে ঘেরাও ও বিক্ষোভ ধর্না কর্মসূচি নিয়েছে বামফ্রন্ট। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
Read More: Municipal Election: ‘আয় কে আছিস’ বলা সুশান্ত ঘোষকে নিয়ে কোমর কষছে CPIM
রবিবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, জেলায় জেলায় সর্বত্র ভোট লুঠের প্রতিবাদ করা হবে। তৃণমূল কংগ্রেস রাজ্যে গণতন্ত্র হরণ করছে।
শাসকদল টিএমসির কটাক্ষ, রাজ্যে বিরোধী শক্তি বলতে কিছু নেই। বিধানসভায় বিরোধী দল বিজেপি একেবারেই জেলা ভিত্তিক রাজনীতিতে অস্তিত্বহীন। তবে সিপিআইএমের সংগঠন সক্রিয় তাদের ভোট বেড়েছে এতেই যেন ‘দ্যাখো আমি বাড়ছি মাম্নি’ মনোভাব বামফ্রন্টের।
পুরনিগম ভোটে কলকাতা থেকে বামফ্রন্টের উত্থান ফের দেখা যায়। পরে বাকি চার পুরনিগম ভোটের ফলাফলে বাম ভোট বৃদ্ধিতে টিএমসি চমকে যায়। বিজেপি নেমেছে তৃতীয় স্থানে।
বাকি ১০৮টি পুরসভার ভোটে টিএমসি সবকটিতেই জয়ী হচ্ছে বলে বিশ্লেষণে এসেছে। আর বামফ্রন্টের ধারণা, জেলা মফস্বলের ভোট ব্যাংক উর্ধগতি বজায় থাকবে।