Jadavpur University: যাদবপুরে ছাত্রের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি শুভেন্দুর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর কারণ ব়্যাগিং বলেই মনে করা হচ্ছে। তদন্তের মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে…

Suvendu Adhikari and Mamata Banerjee at a political rally

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর কারণ ব়্যাগিং বলেই মনে করা হচ্ছে। তদন্তের মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে। তিনি বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় আর ব্রাত্য বসুকে প্রথমে ধরে ঢোকানো উচিত’।

বিরোধী দলনেতা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা চান না,কারণ তিনি চাকরি দিতে পারবেন না’। উল্লেখ্য যাদবপুরে ছাত্র মৃত্যুর পর বিরোধী দলনেতা নীরব ছিলেন। এদিন মৃত স্বপ্নদীপের আত্মীয়দের সাথে দেখা করতে নদিয়ার যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ বিধায়ক ও সাংসদরা। এর পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হলেন। শুভেন্দু বলেন, উদ্দেশ্য নিয়ে এগুলো করা। কলকাতা বিশ্ববিদ্যালয়কে কীভাবে দূষিত করেছে এরা। ইউজিসি মানলে এই চটিচাটা উপাচার্য, প্রো ভিসি ভূ-ভারতে কোথাও নেই। পার্থ চট্টোপাধ্যায় আইন ভেঙে প্রো ভিসি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর ব্রাত্য বসুকে প্রথমে ধরে ঢোকানো উচিত। এরাই গোটা ব্যবস্থাকে নোংরা করে রেখেছে।

   

শুভেন্দু অধিকারীর মন্তব্যে রাজনৈতিক মহল সরগরম। সরাসরি মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি করেছেন বিরোধী দলনেতা। এর আগে নিযোগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির তদন্তে বারবার বিরোধী দলনেতার নিশানায় মমতা ছিলেন। শুভেন্দু বলেছিলেন মাথাকে ধরতে হবে। এবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তুলেছেন।