SSC: ক্যান্সার আক্রান্ত হয়েও ধর্নামঞ্চে সোমা, পাশে দাঁড়ালেন আইনজীবী

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও চাকরির দাবিতে চারদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসে আছেন সোমা। যে কারণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে এজলাসে ডেকে অন্য দফতরে…

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও চাকরির দাবিতে চারদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসে আছেন সোমা। যে কারণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে এজলাসে ডেকে অন্য দফতরে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সোমা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবেদনে সাড়া দেয়নি।

জানা গিয়েছে, নলহাটি বাসিন্দা সোমা দাস দীর্ঘ দুই বছর ধরে মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পরিবারের একমাত্র সম্বল টুকু গেছে। নিজের আলাদা করে মামলা করার মতন তারা আর্থিক সামর্থ্য নেই তাই ইচ্ছে থাকলেও উপায় ছিলনা বীরভূমের নলহাটির বাসিন্দা রে। আইনজীবী ফিরদৌস শামীম বিনা পয়সায় কলকাতা হাইকোর্টে মামলা করবেন।

আইনজীবী ফেরদৌস শামীম জানিয়েছেন, ‘তোমার মত একজন লড়াকু বিনা পয়সায় মামলা করতে তার কোনো অসুবিধা নেই যে মানুষটি জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে তার পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মেধা তালিকায় নাম ছিল সোমার। যে হারে নিয়োগে দুর্নীতি হয়েছিল তার জেরেই সোমার মতো অসংখ্য ছেলেমেয়ে মেধা তালিকায় জায়গা করে নিলেও চাকরিজীবনের জায়গা করে নিতে পারেনি। তাই সেই সময়ের হয়ে আইনি লড়াই লড়বেন এবার আইনজীবী ফিরদৌস শামীম।

সম্প্রতি ক্যান্সার আক্রান্ত সোমা জানান, ‘আমার বিষয় বাংলা। বাংলার শিক্ষিকার চাকরিটা পেলে আমি চিকিৎসার খরচটা ঠিকঠাক চালাতে পারতাম। আমার কাছে বাঁচটার লড়াই, আর চাকরির লড়াইয়ে ফারাক নেই। যাঁরা পাশ করতে পারেননি, তাঁদের চাকরি হয়ে গেল অথচ আমরা মেধা তালিকার যোগ্য প্রার্থী হয়েও কিছু পেলাম না!’