দলের আত্মসমালোচনার সুর তুলে বিরোধীদের ‘কুরাজনীতি’ নিয়ে সরব কুণাল

আরজি করের নৃশংস ঘটনা সামনে আসার পর থেকে বিভিন্ন সময় নানা মন্তব্য করতে দেখা গেছে তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh)। কখনও তিনি সেইসব…

Kunal Ghosh self criticise tmc and attacks opposition over rg Kar case

আরজি করের নৃশংস ঘটনা সামনে আসার পর থেকে বিভিন্ন সময় নানা মন্তব্য করতে দেখা গেছে তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh)। কখনও তিনি সেইসব মন্তব্যের জন্য বিপাকে পড়েছেন তো কখনও আবার তাঁর অনেক মন্তব্যকে ঘিরে বয়েছে কটাক্ষের বন্যা। তবে আরজি কর কাণ্ডে দল ও প্রশাসনের ভূমিকা নিয়ে এর আগে প্রশ্ন তুললেও এবার সে নিয়ে আত্মসমালোচনার কথা শোনা গেল তাঁর মুখে। তবে শুধু আত্মসমালোচনাই নয়, এর পাশাপাশি সিপিএম এবং বিজেপির (BJP) ‘কুরাজনীতি’ নিয়েও নাগরিক সমাজকে সতর্ক করলেন তৃণমূলের মুখপাত্র (Kunal Ghosh)।

আরজি কর নিয়ে বেফাঁস মন্তব্যে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন কাকলি

   

এবিষয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি নিজের বক্তব্যকে সঠিকভাবে বোঝাতে চেয়ে লিখেছেন, “ন্যায়বিচার চেয়ে বিভিন্ন শাখার নাগরিকদের মিছিল কভারেজের অনুরোধ পাচ্ছি যুক্ত থাকা সংবাদমাধ্যমগুলিতে। যতটা পারছি ছবি, খবর প্রকাশও করছি। নাগরিকদের মিছিল, জুনিয়র ডাক্তারদের মূল দাবি আমিও সকলের মতই সমর্থন করি। বিচার চাই। প্রশাসনের কিছু পদক্ষেপকে মানুষ ভুল বুঝেছেন। সেখান থেকে বিরক্তি, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলেই নাগরিকদের পথে নামতে হচ্ছে। নির্দিষ্ট কিছু পদক্ষেপে এই পরিস্থিতি সামলানোর দায়িত্বও সরকারের।”

‘ইজরায়েল যু্দ্ধই কাঁটা’, ত্যাগীর পদত্যাগে বিরোধ বাড়ছে মোদী-নীতীশের

সেইসঙ্গে প্রশাসন প্রসঙ্গে তিনি আরও বলেন, “প্রশাসন এমন কোনও কাজ করবে কেন যে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে? তাও দলের সবাই সমানভাবে নামেন না।” তবে এখানেই শেষ নয়, নাগরিক সমাজের প্রতি প্রাক্তন সাংসদ আবেদন জানিয়ে বলেছেন, “দোষীদের চরম শাস্তি হোক। যদি কেউ বা কারা আড়াল করে থাকে, চিহ্নিত হোক, শাস্তি হোক। প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেননি। সেটা প্রশাসন দেখুক। এনিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য। কিন্তু বিরোধী দলগুলোর রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দেবেন না।” 

শিবাজি মূর্তি কাণ্ডে উত্তাল মহারাষ্ট্র, শিন্ডেকে ‘চপ্পল মেরে’ তাড়াতে পথে উদ্বব-শরদ

তবে এখানেই শেষ নয়, সিপিএম এবং বিজেপির কুরাজনীতি নিয়েও মুখ খুলেছেন কুণাল ঘোষ। নাগরিক সমাজকে সতর্ক করে তিনি বলছেন, “এই ঘটনায় নাগরিক সমাজের প্রশ্ন তোলার অধিকার আছে। বিরোধিতা কেন করব? কিন্তু সিপিএম, বিজেপি, কংগ্রেস এনিয়ে কুরাজনীতি করছে; তার প্রতিবাদ হবে, তারা আয়নায় মুখ দেখুক।”