Kolkata police:ভুল থেকে শিক্ষা নিল কলকাতা পুলিশ, শহরের হোটেলে থাকছে বিশেষ পোর্টাল

ভুল থেকে শিক্ষা নিল কলকাতা পুলিশ। এইবার শহরের হোটেলে অতিথিদের জন্য বিশেষ পোর্টাল করার ভাবনা কলকাতা পুলিশের। অর্থাৎ আন্তঃরাজ্য থেকে আসা অথবা বিদেশী কিংবা এইরাজ্যের…

Kolkata police

ভুল থেকে শিক্ষা নিল কলকাতা পুলিশ। এইবার শহরের হোটেলে অতিথিদের জন্য বিশেষ পোর্টাল করার ভাবনা কলকাতা পুলিশের। অর্থাৎ আন্তঃরাজ্য থেকে আসা অথবা বিদেশী কিংবা এইরাজ্যের সব অতিথিদের পরিচয় পত্র থাকবে পুলিশের নখদর্পণে। সম্প্রতি বেঙ্গালুরু বিস্ফোরণের পরে দুই অভিযুক্ত এই শহরেই গা ঢাকা দিয়ে ছিল অথচ কলকাতা পুলিশ কিছুই জানতে পারেনি । বিস্ফোরণে অভিযুক্ত দুই আইএস জঙ্গি কলকাতায় ঘাঁটি গেড়ে ছিল অন্তত ১৩ দিন। ভাবলেই শিউড়ে উঠতে হয়। কিন্তু কলকাতা পুলিশ কিছুই টের পেল না। সেই ভুল থেকে শিক্ষা নিতেই এইবার বিশেষ পরিকল্পনা কলকাতা পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিদের আধার, ভোটার কিংবা প্যান কার্ডের ডিটেলস সব তাঁদের ছবি এই পোর্টালে আপলোড করা হবে। বিশেষত কোনও অতিথি যদি কোনও হোটেলে থাকেন তাহলে হোটেল একটি ফর্ম ফিলাপ করে থানায় জমা দেওয়ার নিয়ম কিন্তু অনেকেই সেই নিয়ম মানছে না। পুলিশের সূত্রে আরও জানা গিয়েছে, বিদেশি অতিথি বা আন্তর্জাতিক বোর্ডারদের ক্ষেত্রে হোটেলগুলি বাধ‌্যতামূলক ব‌্যবস্থা হিসাবে ‘সি ফর্ম’ ভরে পুলিশকে জমা দেয়। কিন্তু আন্তঃরাজ‌্য অতিথিদের ক্ষেত্রে ‘এ ফর্ম’ ভরানো হয় না। তাই কেন্দ্রীয় আধিকারিকরা এই দুই জঙ্গিকে খুঁজতে হিমশিম খায়।

এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে। অপর দিকে তৃণমূলের তরফে দাবি করা হয়, বাংলা সবচেয়ে ‘সেফ’ রাজ্য। কলকাতা পুলিশের ইন্টেলিজেন্সি অপর ভরসা করে অনেকে কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে সেই বিশ্বাসে আঙুল উঠেছে। কী করে দুই অভিযুক্ত এই শহরে ১৩দিন কাটিয়ে গেল ? আশা করা হচ্ছে এই পোর্টাল আনলে অনেক সুবিধা হবে।