Assam: মোদীর সফরের আগেই অসমে জঙ্গি হামলা, বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ জওয়ান

সকাল থেকে জওয়ান ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলেছে। তীব্র উত্তেজনা (Assam) অসমে। রাজ্যের তিনসুকিয়া জেলায় হামলা হয়। জঙ্গিদের হামলা রুখে প্রত্যাঘাত শুরু করে অসম…

সকাল থেকে জওয়ান ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলেছে। তীব্র উত্তেজনা (Assam) অসমে। রাজ্যের তিনসুকিয়া জেলায় হামলা হয়। জঙ্গিদের হামলা রুখে প্রত্যাঘাত শুরু করে অসম রাইফেলস। বন্দুক যুদ্ধে গরম তিনসুকিয়ার মার্গারিটা। মঙ্গলবার রাজ্যে ভোট প্রচার করবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সফরের আগেই বিজেপি শাসিত রাজ্যে হলো জঙ্গি হামলা।

তিনসুকিয়ায় অসম রাইফেলসের কনভয়ে হামলা হয়। হামলার দায় নিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা (স্বাধীনতা)। ইমেল করে হামলার দায় নিয়েছে আলফা। এই সংগঠনটির প্রধান ও আন্তর্জাতিক জঙ্গি নেতা পরেশ বড়ুয়া চিন অথবা মায়ানমারে আত্মগোপনে আছে বলে একাধিকবার গোয়েন্দা রিপোর্ট এসেছে।

সম্প্রতি আলফা গোষ্ঠীর একাংশের সঙ্গে শান্তি আলোচনা করেছে কেন্দ্র সরকার। সেই আলোচনাপন্থী নেতাদের সঙ্গে অসমের বিজেপি সরকার বারবার দাবি করেছিল এবার সংগঠনটির সুপ্রিমো পরেশ বড়ুয়া শান্তি  বৈঠকে রাজি হবে। মঙ্গলবার মোদীর সফরের দিন হামলা চালিয়ে নিজের অবস্থানের ইঙ্গিত দিল পরেশ বড়ুয়া। রাজ্যের তথা উত্তর পূর্বাঞ্চলের অন্যতম সশস্ত্র সংগঠন আলফা (আই)।

তিনসুকিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ গুরভ বলেছেন, অরুণাচল প্রদেশের চাংলাং থেকে আসামের মার্গারিটা যাওয়ার পথে 31 আসাম রাইফেলস কর্মীদের নিয়ে গঠিত কনভয়কে সকাল 8 টার দিকে গুলি করা হয়েছিল। এক রাইফেলম্যান গুরুতর আহত হয়েছেন। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকায় মোতায়েন করা হয়েছে, একটি ব্যাপক চিরুনি অভিযান চলছে।

আহত রাইফেলম্যান ওম প্রকাশ উত্তরাখণ্ডের বাসিন্দা তাকে দ্রুত জোরহাট সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। 

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নির্বাচনী প্রচারে বারবার দাবি করেছেন, অসম শান্ত। ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন উত্তর পূর্বাঞ্চলের উপদ্রুত এলাকাগুলি এখন শান্ত। এদিকে মণিপুরের অভ্যন্তরীণ পরিস্থিতি নতুন করে গরম হতে শুরু করেছে। এর মাঝে অসম থেকে এসছে জওয়ানদের উপর হামলার খবর।

অসম রাইফেলস উত্তর পূর্বাঞ্চলের সর্বত্র নিয়োজিত একটি আধাসামরিক বাহিনী। এই বাহিনী উত্তর-পূর্বেপ রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং ভারতের সীমান্তের অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত মণিপুরে বারবার হামলাকারী জঙ্গিদের মোকাবিলা করেছে অসম রাইফেলস। এবার অসমের তিনসুকিয়ায় আক্রান্ত অসম রাইফেলস।