Kolkata Police: সাধারণ মানুষের অসুবিধা দূর করবে কলকাতা পুলিশের ডিজিটাল মাধ্যম

কলকাতা পুলিশ (Kolkata Police) সাধারণ মানুষের সমস্ত অসুবিধা দূর করার পদক্ষেপ নিতে চলেছে ডিজিটাল মাধ্যমের দ্বারা। যানবাহন বা শহরের প্রবীণ নাগরিকদের সমস্যা সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে আসতে চলেছে তিনটি নতুন অ্যাপ। আ

Kolkata Police officials engaging with the public during an event.

কলকাতা পুলিশ (Kolkata Police) সাধারণ মানুষের সমস্ত অসুবিধা দূর করার পদক্ষেপ নিতে চলেছে ডিজিটাল মাধ্যমের দ্বারা। যানবাহন বা শহরের প্রবীণ নাগরিকদের সমস্যা সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে আসতে চলেছে তিনটি নতুন অ্যাপ। আগামী সপ্তাহের মধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই তিনটি অ্যাপ চালু করে দেওয়া হবে বলে জানা গেছে। যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্রযু্ক্তির দ্বারা জনতার দৈনন্দিন অসুবিধার খোঁজ রাখতে চাইছে পুলিশ প্রশাসন।

কলকাতার একা থাকা প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা হয়েছিল ‘প্রণাম’ ওয়েবসাইট। এবার প্রবীণ নাগরিকরা নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন ‘প্রণাম’ অ্যাপের মাধ্যমে। অ্যাপের সঙ্গে কল সেন্টারের নম্বর সরাসরি সংযুক্ত করা থাকবে।

দুই নম্বর অ্যাপের মাধ্যমে কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মীরা সারা শহর জুড়ে সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস পাবেন। অনুযায়ী, ফুটেজ রেকর্ড করা হবে এবং সিনিয়র অফিসাররা নিজেদের স্মার্টফোন থেকেই তা অ্যাক্সেস করতে পারবেন। এই ধরনের একটি সিস্টেম আংশিকভাবে কাজ করছে। কিন্তু এই অ্যাপের নতুন ভার্সন একেবারে রিয়েল-টাইমে কাজ করবে।

জনসাধারণের সহায়তার জন্য ২০১৯ সাল থেকেই চালু হয়েছিল কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপ। নতুন অ্যাপটি হতে চলেছে সেই অ্যাপের একটি আপগ্রেডেড ভার্সন। জানা যাচ্ছে, ‘অ্যাপটি কেএমসি পার্কিং অ্যাপের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। ফলে গাড়িচালকরা বিনামূল্যে পার্কিং স্পেস সম্পর্কে জানতে পারবেন।’

এই অ্যাপ গাড়িচালকদের ট্রাফিক আইনলঙ্ঘনের ডেটা, সাধারণ নাগরিকদের দায়ের করা FIR-এর তথ্য বা নিহত মানুষদের ময়নাতদন্তের রিপোর্ট ডাউনলোড করা, হারানো মোবাইলের তদন্তের স্টেটাস জানা, ইত্যাদি বিভিন্ন বিষয়ে নাগরিকদের জানতে সাহায্য করবে।