Kolkata Police: লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ

অভিযান হয়েছিল গোপনে। সাহায্য করেছিল রেল পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে শিকার ধরতে নেমে পড়েন অফিসাররা। অবশেষে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করতে পারল (Kolkata Police)…

অভিযান হয়েছিল গোপনে। সাহায্য করেছিল রেল পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে শিকার ধরতে নেমে পড়েন অফিসাররা। অবশেষে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করতে পারল (Kolkata Police) কলকাতা পুলিশ। ঘটনাস্থল বিহারের (Bihar) সমস্তিপুর।

কলকাতা পুুলিশ জানাচ্ছে, এক বেসরকারি সংস্থার কর্মচারীর নাম মহ: আইনুল হক প্রায় ৪২ লক্ষ টাকা হাতিয়ে সমস্তিপুরে আত্মগোপন করে। তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে।

গত ১১ অক্টোবর হেয়ার স্ট্রিট থানায় মহম্মদ আইনুন হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারই সংস্থা। হাওড়ার শিবপুর নিবাসী আইনুল। অভিযোগ, ব্যাঙ্ক থেকে ৪২ লক্ষ টাকা তুলে অফিসে নিয়ে আসার পথে টাকা সমেত উধাও হয়। বন্ধ করে দেয় মোবাইল ফোন।

অভিযুক্তের বাড়িতে হানা দেয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সে চম্পট দেয়। পুলিশ তার লোকেশন ট্র্রাক করে। অবশেষে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে সমস্তিপুরে আটক হয় ওই ব্যক্তি।

হেয়ার স্ট্রিট থানার ওসি ইনসপেক্টর সুমিত দাশগুপ্ত, সাব ইনসপেক্টর ইন্তেখাব আলম ও সাব ইনসপেক্টর দীনবন্ধু কেশ অভিযান করেন। ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার একটি দল। আইনুলকে জিজ্ঞাসাবাদের পর তার বয়ানের ভিত্তিতে ফের একবার হানা দেওয়া হয় হাওড়া এলাকার একটি নির্দিষ্ট স্থানে, যেখান থেকে উদ্ধার হয় ২০ লক্ষ টাকা। বাকি টাকা উদ্ধার করতে তদন্ত চলছে।