কালীপুজোর দিন যাত্রী দুর্ভোগ কাটাতে বিশেষ মেট্রোর ঘোষণা কলকাতা মেট্রোর

কালীপুজোর কথা মাথায় রেখে বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। এমনিতেই কালীপুজোর দিন থেকে শুরু করে তার আগে গত কয়েকদিন…

On the day of Kali Puja, special metro announcements have been made by Kolkata Metro to alleviate passenger hardships.

কালীপুজোর কথা মাথায় রেখে বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। এমনিতেই কালীপুজোর দিন থেকে শুরু করে তার আগে গত কয়েকদিন ধরে প্রচন্ড ভিড় দেখা যাবে কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দির সহ অন্যান্য মন্দিরে। আর সেই ভিড়ের চাপ স্বাভাবিকভাবেই অনেকটা এসে পড়বে মেট্রোর ওপর।

এর ফলে মেট্রোতেও অন্যান্য দিনের তুলনায় ভিড় লক্ষ্য করা যাবে। আর তাই মেট্রোর ভিড় সামলানোর জন্য এবং যাত্রীদের শ্রুষ্ট পরিষেবা দেওয়ার জন্য কালীপুজোর দিন নতুন পরিষেবার কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কালীপুজো। তার আগে এই দিনের জন্য নতুন কী পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল মেট্রো রেল?

   

এদিনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে মেট্রো পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কালীপুজোর রাতে চার জোড়া বিশেষ মেট্রো চলবে। অন্যান্য দিনের তুলনায় কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর দু’দিক থেকেই শেষ মেট্রোর সময়সীমা বাড়ানো হয়েছে। এদিন দুদিক থেকেই চারটি করে বিশেষ পরিষেবা ছাড়বে।

প্রতিদিন এই দুই দিক থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। কিন্তু মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, কালীপুজোর দিন ৯টা ৪০ মিনিটের পর রাত ১১টা পর্যন্ত স্পেশ্যাল মেট্রো চলবে ২০ মিনিট অন্তর অন্তর। সেক্ষেত্রে কবি সুভাষ থেকে যে চারটি বিশেষ মেট্রো ছাড়বে সেগুলো হল, রাত ১০টা, ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টা।

এদিকে দক্ষিণেশ্বর থেকে স্পেশ্যাল মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিট, ১০টা ০৮ মিনিট, ১০টা ২৮ মিনিট এবং ১০টা ৪৮ মিনিটে। কলকাতা মেট্রোর বাকি লাইনগুলোর সময়সূচিতে তেমন কোনও পরিবর্তন হয়নি। কিন্তু কালীপুজোর দিন শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে প্রতিদিনের তুলনায় কম মেট্রো চালানো হবে।

প্রতিদিন ওই লাইনে আপ-ডাউন মিলিয়ে ১০৬টি মেট্রো চালানো হলেও কালীপুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার গ্রিন লাইনে ৯০টি মেট্রো দেওয়া হবে পরিষেবার জন্য। কিন্তু এ লাইনে মেট্রোর সংখ্যা কমলেও প্রথম এবং শেষ মেট্রোর সূচিতে কোনওরকম পরিবর্তন করেনি কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।