১লা জুন থেকে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডের পুরনো নিয়ম বদলাতে চলেছে। জানা গিয়েছে মেট্রোর নতুন স্মার্ট কার্ডের ক্ষেত্রে ন্যূনতম ক্রয় মূল্য হবে ১৫০ টাকা।
ইতিমধ্যেই এই মর্মে কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টারে এই পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা হয়েছে যে জুন মাস থেকে কলকাতা মেট্রোর ক্ষেত্রে নতুন স্মার্ট কার্ডের ক্ষেত্রে সর্বনিম্ন ক্রয় মূল্য হতে চলেছে ১৫০ টাকা।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘“মেট্রোর বিভিন্ন কাউন্টারে খুচরো সমস্যা চলছে। ২০০, ৫০০ টাকার নোট দিয়ে দিলে সেটার থেকে খুচরো পাওয়া খুবই সমস্যা হচ্ছে। আমরা মনে করলাম এর থেকে সমাধান হচ্ছে ১৫০ টাকা। তবে এক্ষেত্রে যাত্রীদের কোনও সমস্যা হচ্ছে না। কারণ ১৫০ টাকা দিয়ে রিচার্জ করলে ৭৭ টাকা ব্যালেন্স পাবেন। সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা থাকবে ৮০ টাকা। ফলে যাত্রীদের কোনও সমস্যা হবে না।‘
খুচরো নিয়ে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। ঝামেলায় জড়িয়ে পড়েন মেট্রো কর্মীরাও। যাত্রী-মেট্রো কর্মী বচসাও হত অনেক। এবার সেই সমস্যা থেকে রেহাই মিলবে। সর্বনিম্ন নতুন স্মার্ট কার্ড মূল্য হয়েছে ১৫০ টাকা। তবে পুরনো কার্ড যেরম ভাবে রিচার্জ করা যায়, সেই নিয়ম আগের মতোই বহাল থাকছে। সেই নিয়মে কোনও পরিবর্তন আসছে না।
বিভিন্ন অনলাইনে কলকাতা মেট্রোর অ্যাপ থেকে স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা।