Kolkata: পুলিশের বাধা কেটে মমতার বাড়ির দিকে দৌড় চাকরিপ্রার্থীদের

চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযান ঘিরে তুলকালাম কান্ড। মিছিল শুরুর আগেই হাজরা মোড়ে পুলিশের ব্যারিকেড টপকে দৌড়তে থাকেন চাকরিপ্রার্থীরা। তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে ছুটে যান। নিরাপত্তার বলয়…

চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযান ঘিরে তুলকালাম কান্ড। মিছিল শুরুর আগেই হাজরা মোড়ে পুলিশের ব্যারিকেড টপকে দৌড়তে থাকেন চাকরিপ্রার্থীরা। তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে ছুটে যান। নিরাপত্তার বলয় কটিয়ে চাকরি চাই বলে চাকরিপ্রার্থীদের দৌড়তে দেখে পুলিশ তাদের আটকায়। তাদের পাশ কাটিয়ে চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে চলে যান। কয়েকজন রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ দেখান। এরপর তাদের চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। 

এদিকে গ্রুপ ডির চাকরিপ্রার্থীর মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা কৌস্তভ বাগচিকে একসাথে দেখা গেল। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, মিছিলে আর কে আছে সেটা ম্যাটার না। মানুষের পাশে দাঁড়ানো, বঞ্চিত চাকরিপ্রার্থীর পাশে দাঁড়ানোই আসল লক্ষ্য। এই গ্রুপ ডির চাকরিপ্রার্থীর মিছিলে শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে এসেছেন বলে দাবি করেন। তিনি বিজেপি বিধায়ক হিসেবে আসেনি বলে জানান।

রাজনৈতিক বিশ্লেষকের মতে, কৌস্তভ বাগচি কংগ্রেস লিডার পি চিদম্বরম-কে কলকাতায় মারতে গেছিলেন। তা থেকে বোঝা যায় কৌস্তভ এখন কোন দলে থাকতে চান বা চান না। ইন্ডিয়া জোটের সাথে এর যোগসূত্র খোঁজা হেঁয়ালির মতোই।

শুভেন্দু-কৌস্তভের মিছিলে যোগ দেওয়া নিয়ে চাকরিপ্রার্থীদের বক্তব্য, আমরা পাঁচ বছর ধরে বঞ্চনার শিকার। আমাদের সাথে মিছিলে যুক্ত হয়ে তারা মানবিকতার পরিচয় দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মানবিক বলে দাবি করলেও তিনি তা নন।