Kolkata: মোহন-ইস্টের যুদ্ধে গরম ফুটবল মক্কায় রহস্যময়ী বেদেনীর ঝড়ো ‘হাওয়া’

প্রসেনজিৎ চৌধুরী: দেড় ঘণ্টার ঘটি-বাগানের ফুটবল ঝড় নাকি দু ঘণ্টার বাংলাদেশি (Hawa) ‘হাওয়া’-ঝড়; কে করবে বাজিমাত? ফুটবল মক্কা কলকাতা শনিবার এই প্রশ্নে দ্বিধাবিভক্ত। (Kolkata) যুবভারতীতে…

প্রসেনজিৎ চৌধুরী:

দেড় ঘণ্টার ঘটি-বাগানের ফুটবল ঝড় নাকি দু ঘণ্টার বাংলাদেশি (Hawa) ‘হাওয়া’-ঝড়; কে করবে বাজিমাত? ফুটবল মক্কা কলকাতা শনিবার এই প্রশ্নে দ্বিধাবিভক্ত। (Kolkata) যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের উন্মাদনা  আর নন্দনে রহস্যময়ী বেদেনী নাজিফা তুষির (Nazifa Tushi) সর্পিল দৃষ্টির টানে দর্শকদের অধীর প্রতীক্ষা। এমন শনিবার খুব কম এসেছে মহানগরীতে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বাংলাদেশের ছবি হাওয়া অস্কারের সেরা বিদেশি ছবির প্রতিযোগিতায় মনোনীত হয়েছে। প্রথম কোনও বাংলা ছবির অস্কার-লক্ষ্মী জুটবে কিনা তা জুরি বিচার্য। তবে পদ্মা-মেঘনা পারের বাংলায় বিপুল বাণিজ্য সফল ছবি হাওয়া দেখতে  যেমন প্রতিবেশি দেশটির প্রেক্ষাগৃহের সামনে জনতার ঢল নেমেছিল তেমনই দেখা গেল কলকাতায়। নন্দনের সামনে লম্বা লাইন। ঠিক যেমন ছিল ঢাকার পান্থপথের স্টার সিনে কমপ্লেক্স।

হাওয়া ছবি ইতিমধ্যেই ১৬ কোটির বেশি টাকা (বাংলাদেশি মূল্যমান) অর্থাৎ ১.৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। বাংলাদেশের এই চলচ্চিত্র বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষীদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে। ঢালিউডের এই ছবি এবার কলকাতায় প্রদর্শন হচ্ছে বাংলাদেশ উপদূতাবাসের উদ্যোগে চলচ্চিত্র উৎসবে। দুদিনের এই উৎসবে বাংলাদেশি চলচ্চিত্রের মধ্যে সর্বাধিক আকর্ষণের কেন্দ্রে হাওয়া।

বাংলাদেশ উপদূতাবাস জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর কলকাতায় হবে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানেই হাওয়া প্রদর্শিত হচ্ছে।

হাওয়া : উত্তাল বঙ্গোপসাগরে মাঝিদের মধ্যে এক রহস্যময়ী বেদেনী

ঢালিউড পরিচালক মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমার গল্প মাঝ সমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলার। তাতে আটকে পড়া আটজন মাঝি ও এক রহস্যময় বেদেনী।এই ছবি ঢালিউডে ঝড় তুলেছে। দীর্ঘ সময় পর এত বড় বাণিজ্যিক সফল ছবি আর হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র তথ্য বলছে, গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে ‘হাওয়া’।

বাংলাদেশ ছাড়িয়ে হাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রে তুমুল আলোচিত। ছবির কয়েকটি মুহূর্ত সোশ্যাল সাইটে দেখে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য বাংলাভাষী অঞ্চল যথা অসমের বরাক উপত্যকা ও ত্রিপুরা ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি সমাজে তীব্র আলোচিত হয়।

হাওয়ায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি (বেদেনী), শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।