KMC Election: ‘তোলামূল’ পার্টির মালিকের নির্দেশে পুরভোট রিগিং: শুভেন্দু

News Desk: শাসকদলকে তোলামূল পার্টি বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজভবনে ডেপুটেশন দিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ, তোলামূল পার্টির নেত্রীর নির্দেশে…

Suvendu Adhikari

News Desk: শাসকদলকে তোলামূল পার্টি বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজভবনে ডেপুটেশন দিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ, তোলামূল পার্টির নেত্রীর নির্দেশে পুরভোট (KMC Election) রিগিং হয়েছে। আগামী দিনে আরও বড় আন্দোলন হবে।

কলকাতা পুরভোট শেষ হওয়ার পরপর তীব্র রাজনৈতিক নাটক শুরু হয়। সল্টলেকে বিরোধী দলনেতার বাড়িতে বিজেপি বিধায়কদের বৈঠক ঘিরে রাজনৈতিক হাওয়া গরম হয়েছে। শুভেন্দুবাবুর বাড়ি ঘিরে রাখে পুলিশ। দীর্ঘ টালবাহানার পর পুলিশের এসকর্টে বিজেপি প্রতিনিধিরা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন।

পুলিশ কেন বিরোধী দলনেতাকে আটকে রাখল এই প্রশ্নে সরগরম রাজনৈতিক মহল। শুভেন্দুবাবুর অভিযোগ, চরম রিগিং হয়েথে। কলকাতা পুরনিগমে মাত্র ২০ শতাংশ ভোট হয়েছে। বাকি সব ভুয়ো ভোট। নির্বাচনকে প্রহসন করেছে তোলামূল পার্টি।

সকাল থেকে বারে বারে বুথ দখল ও রিগিং, বোমাবাজি, সংঘর্ষ ঘিরে মহানগর উত্তপ্ত ছিল। নির্বাচন কমিশনের সব দাবি উড়িয়ে বিভিন্ন বুথে ব্যাপক ছাপ্পা চলেছে। বিরোধী দল বিজেপির অভিযোগ, বহিরাগতদের দিয়ে ভোট করিয়েছে শাসক দল। আদালতে ভিডিও দিয়ে প্রমাণ করা হবে কীভাবে রিগিং হয়েছে।

তবে কলকাতা পুরভোট থেকে উঠে এসেছে বিরোধী দল বিজেপির সাংগঠনিক দূর্বলতা। পুরনিগমের ১৪১টি ওয়ার্ডের বহু বুথে এজেন্টই দিতে পারেনি বিজেপি। তারাই রাজ্য প্রধান বিরোধী দল। সত্তরের বেশি বিধায়ক। দলের মধ্যেই গুঞ্জন সংগঠন ভেঙ্গে পড়ছে তা স্পষ্ট।

বিজেপির অন্দরমহলের হিসেব দরকার ছিল কমপক্ষে ৯ হাজার কর্মী। মেলেনি কিছুই। পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা ৪ হাজার ৯৫৯টি। ১ জন এজেন্ট ও রিলিভার মিলিয়ে মোট ৯ হাজার ৯১৮ জন বুথ কর্মী প্রয়োজন বিজেপির। তার অর্ধেক বুথ এজেন্ট জোগাড় করতে পারেনি বিরোধী দল।