অসুস্থ নিয়োগ দুর্নীতিকাণ্ডের অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর (Kalighat Kaku Sujoy Bhadra)। এগারো দিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর বাইপাস সার্জারি করার পরিকল্পনা করেছে হাসপাতাল। এসএসকেএম-এর কার্ডিয়োলজি-র আউটডোরে এসেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তারপর তাকে মেডিক্যাল অবজারভেসন ওয়ার্ডে রাখা হয়। চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসাপাতাল সূত্রে খবর, কাকুর আর্টারিতে ব্লকেজ রয়েছে। ট্রিপল ভেসেল ডিজিজে আক্রান্ত সুজয়কৃষ্ণ ভদ্র। বাইপাস সার্জারির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্যারল শেষে জেলে ফেরার দিনই শারীরিক অসুস্থতা বোধ করছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সেই সময় কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো হয়েছিল। বুকে ব্যথার উপসর্গ নিয়ে গত সোমবার দুপুরে এসএসকেএমে কার্ডিওলজি বিভাগে যান তিনি।
আরও পড়ুন: Job Scam: কালীঘাটের কাকুর বয়ানে আরো কোটি কোটি টাকার তথ্য
গত মাসেই স্ত্রীকে হারিয়েছেন কালীঘাটের কাকু। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল স্ত্রী বানী ভদ্রের। স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য সংশোধনাগারের তরফে প্যারলে মুক্তি দেওয়া হয়। ১৬ জুলাই পর্যন্ত সেই প্যারলের সময়সীমা ছিল।