Kabir Suman: মঞ্চে আর কোনও দিন আধুনিক বাংলা গান গাইবেন না সুমন

কলকাতা: বেশ কয়েক বছর ধরেই কবীর সুমনের (Kabir Suman) বাংলা খেয়াল চর্চা অনেকের নজরে এসেছে। তিনি একদা এক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছিলেন যে একসময় হাতে…

Kabir Suman Bangla Kheya

কলকাতা: বেশ কয়েক বছর ধরেই কবীর সুমনের (Kabir Suman) বাংলা খেয়াল চর্চা অনেকের নজরে এসেছে। তিনি একদা এক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছিলেন যে একসময় হাতে গিটার তুলে নিয়ে তিনি ভুল করেছিলেন। তবে আর কোনও দিন মঞ্চে তাঁর আধুনিক গান শুনতে পাবেন না শ্রোতারা। ঘোষণা করলেন শিল্পী নিজেই।

কিছুদিন আগেই অসুস্থ হয়েছিলেন কবীর সুমন। তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীকে দেখেই নাকি ‘চাঙ্গা’ হয়ে উঠেছিলেন সুমন। আগামী ১৭ মার্চ তাঁর জন্মদিন। ৭৫ বছরে পদার্পণ করতে চলেছেন কবীর সুমন। ওই দিন কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি শেষ বারের মতো আধুনিক বাংলা গান গাইবেন।

   

নিজের ফেসবুক দেওয়ালে কবীর সুমন লিখেছেন, “১৭ মার্চ, ২৪, সন্ধেবেলা কলকাতায় অর্ধেক সময় বাংলা খেয়ালের সঙ্গে বাকি অর্ধেক আধুনিক বাংলা গানের যে অনুষ্ঠানটি আমি করব সেটাই হতে চলেছে আমার শেষ আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশেও আর যেতে পারব না আধুনিক গানের অনুষ্ঠান করতে। বাংলা খেয়ালের অনুষ্ঠান করতে চাই, করবও। বাকি জীবন আমার মাভাষায় খেয়ালগান রচনা করে যেতে, গেয়ে যেতে আর যথাসম্ভব শিখিয়ে যেতে চাই।”

কিছুদিন আগে বাংলাদেশে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এই নিয়ে অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন কেউ কেউ। তবে সেইসব মানুষদের এমন কাড়া ভাষায় সমালোচনা করেছেন কবীর সুমন। এ প্রসঙ্গে সমালোচকদের জবার দিতে গিয়ে রাজ্যের সরকারি হাসপাতালে বিনা খরচে গরীবদের চিকিৎসা পরিষেবার প্রসঙ্গ উল্লেখ কেন তিনি।