Ration Scam: নির্দোষ প্রমাণে নিজেই সওয়াল করবেন জ্যোতিপ্রিয়

প্রাক্তন আপ্তসহায়ক অভিজিত দাস বলছেন বিভিন্ন কোম্পানি থেকে টাকা লেনদেন চলত, জানতাম সবই। মন্ত্রীর নির্দেশে মা ও স্ত্রীকে সংস্থার ডিরেক্টরের পদে বসাই। আর রেশন দুর্নীতিতে…

প্রাক্তন আপ্তসহায়ক অভিজিত দাস বলছেন বিভিন্ন কোম্পানি থেকে টাকা লেনদেন চলত, জানতাম সবই। মন্ত্রীর নির্দেশে মা ও স্ত্রীকে সংস্থার ডিরেক্টরের পদে বসাই। আর রেশন দুর্নীতিতে নিজেকে নির্দোষ বলছেন মন্ত্রী। নিজেকে নির্দোষ প্রমাণে নিজেই সওয়াল করবেন বললেন। মন ভাল নেই ইডি হেফাজতে থাকা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সোমবার সিজিও কমপ্লেক্স থেকে হাসপাতালে যাওয়ার পথে নিজেই একথা জানান জ্যোতিপ্রিয়। কমান্ডো হাসপাতালে ঢোকার পর মন্ত্রী জানান, সোমবার তিনি নিজেই আদালতে সওয়াল করবেন। তৃণমূলের এই মন্ত্রী আইনের ছাত্র। ফলে নিজের জামিনের সপক্ষে এদিন তিনি এজলাসে কী সওয়াল করেন তা নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে।

দুর্নীতির তদন্তে ইডি হেফাজতে থাকা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সোমবার সিজিও কমপ্লেক্স থেকে হাসপাতালে যাওয়ার পথে নিজেই একথা জানান। মন্ত্রী জানান, সোমবার তিনি নিজেই আদালতে সওয়াল করবেন। তৃণমূলের এই মন্ত্রী আইনের ছাত্র। তবে কোর্টে প্রাকটিস করেননি। তবে নিজের জামিনের সপক্ষে এদিন তিনি এজলাসে সওয়াল করতে চান। এতে শোরগোল রাজনৈতিক মহলে।

বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি কাণ্ডের সঙ্গে রাজ্যের রেশন দুর্নীতির যোগসূত্র খুঁজছে ইডি। লালুপ্রসাদের সময় পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত দীপেশ চান্দাকের পরিবারেরই সদস্য হিতেশ চান্দাক ও অঙ্কিত চান্দাক। রেশন দুর্নীতি কাণ্ডে সম্প্রতি তাদের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার এই বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে কোনও জবাব মেলেনি।

সোমবার মন্ত্রী নতুন করে কোনও কথা বলতে চাননি। তবে নিজেই নিজের সওয়াল করতে চাওয়ায় রাজনৈতিক মহলের ধারণা, শুক্রবার জ্যোতিপ্রিয় যে রহস্যের ইঙ্গিত করেছিলেন, সোমবার হয়তো এজলাসে বিচারকের কাছেই সেটা খোলসা করবেন।

গত ৩ নভেম্বর সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে যাওয়া ও ফেরার সময় নিজেকে নির্দোষ বলেছিলেন মন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, আমি নির্দোষ। আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সৈনিক। এটা ইডি-বিজেপির চক্রান্ত। আমি প্রমাণ করে দেব ৬ তারিখ। আজই সেই ৬ তারিখ। জ্যোতিপ্রিয়র দাবি মতো এদিনই তিনি ‘প্রমাণ’ দেবেন। কী প্রমাণ দেবেন তিনি? এ নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র।