Suspension of work :ভোটের আগে কাজ হারালেন প্রায় তিনহাজার শ্রমিক

ভোটের আগে তিনহাজার শ্রমিকদের কপালে নেমে এলো দুশিন্তার ছায়া। রাতারাতি কাজ হারালেন প্রায় তিন হজার শ্রমিক। আচমকা বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল। একটি সংবাদমাধ্যম…

jute mill

ভোটের আগে তিনহাজার শ্রমিকদের কপালে নেমে এলো দুশিন্তার ছায়া। রাতারাতি কাজ হারালেন প্রায় তিন হজার শ্রমিক। আচমকা বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল।

একটি সংবাদমাধ্যম থেকে পাওয়া খবরের সূত্র থেকে জানা গিয়েছে যে, বেশ কয়েকদিন ধরে কর্মী
অসন্তোষ চলছিল ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিলে। শ্রমিকদের অভিযোগ, চুক্তি বহির্ভূত কাজ করানো , ইচ্ছে কাজের বোঝা চাপিয়ে দেওয়া, অন্য বিভাগের কর্মীকে অন্য বিভাগে পাঠানো বিষয়ে বেশ কিছুদিন ধরে জুটমিলে মালিক-শ্রমিক ঝামেলা চলছিল। এহেন ঘটনার প্রতিবাদ করায় ৫ জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। তাঁদের কাজে ফেরানো,কাজের বোঝা কমানোর ইত্যাদি দাবিতে সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে মিল গেটে পরিবার নিয়ে ধর্নায় বসে শ্রমিকদের একাংশ।

মালিক তরফে তাঁদের কাজে যোগ দেওয়ার আবেদন জানানো হলেও তা বৃথা যায়। ভদ্রেশ্বরের জুটমিলের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী জানান,শ্রমিকরা কাজে যোগ দেননি। সোমরাত রাতেই সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দেয় মিল কর্তৃপক্ষ।

এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এইভাবে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশে কয়েক হাজার পরিবারের মাথায় নেমে এসেছে কালো ছায়া।