ফের সিনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাক জুনিয়রদের

ভবিষ্যতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অভিমুখ ঠিক কী হতে চলেছে তা নির্ধারণ করতে বৃহস্পতিবার সিনিয়রদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছিলেন জুনিয়র চিকিৎসকরা ((Junior Doctors Protest)। অনলাইনে ডাকা…

ভবিষ্যতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অভিমুখ ঠিক কী হতে চলেছে তা নির্ধারণ করতে বৃহস্পতিবার সিনিয়রদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছিলেন জুনিয়র চিকিৎসকরা ((Junior Doctors Protest)। অনলাইনে ডাকা সেই বৈঠক যান্ত্রিক ত্রুটির জন্য সম্পন্ন না হওয়ায় আজ শুক্রবার ফের সিনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার জন্য আহ্বান জানালেন জুনিয়র চিকিৎসকরা।

জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় কলকাতা মেডিক্যাল কলেজে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। নিরাপত্তাসহ ১০ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই অনশন চলাকালীন অনেক জুনিয়র চিকিৎসকই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আবার অনেকে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।

   

বর্তমানে তাঁদের একটাই দাবি, যতদিন না রাজ্য সরকার তাঁদের ১০ দফা দাবি মেনে নিচ্ছেন ততদিন তাঁরা এই অনশন চালিয়ে যাবেন। কিন্তু এদিকে যতদিন যাচ্ছে, অনশনে বসা জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবনতি ঘটছে। এমন পরিস্থিতিতে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক কী হতে চলেছে তা ঠিক করতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সিনিয়র চিকিৎসকদের ৭ টি সংগঠনকে ইমেল করেছিলেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest)।

সেসময় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স, ওয়েস্ট বেঙ্গল ডক্টর্‌স ফোরাম-সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সংগঠনকে ইমেল করা হয়েছিল। যৌথ আন্দোলনের সেই রূপরেখা ঠিক করতে ইমেল করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)। অনলাইনে ডাকা সেই বৈঠক যান্ত্রিক ত্রুটির জন্য সম্পূর্ণ না হওয়ায় গতকাল তাঁরা নির্দিষ্ট কোন সিদ্ধান্তে আসতে পারেননি।

আর সেই জন্যই শুক্রবার অর্থাৎ আজ ফের একটি বৈঠক ডাকা হয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে। জানা যাচ্ছে, আইএমএ থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের এই বৈঠকে ডাকা হয়েছে। সিনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে শুক্রবার এই বিষয়ে জুনিয়রেরা লিখেছেন, “আমরা অনশনের ১৩ তম দিনে রয়েছি। ইতিমধ্যে আমাদের ছ’জন সহযোদ্ধাকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেও দেখেছি। আমাদের ১০ দফা দাবি নিয়ে সরকার কোনও কথা বলছে না।

আমরা জরুরি ভিত্তিতে অফলাইন মাধ্যমে একটি বৈঠকের আয়োজন করছি। আপনাদের সেই বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। দাবি আদায়ের জন্য আমরা সিনিয়র এবং জুনিয়র ডাক্তারেরা একত্রে কী নতুন পদক্ষেপ করতে পারি, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বৈঠক। কলকাতা মেডিক্যাল কলেজের জেনারেল লেকচার থিয়েটারে বৈঠক হবে। আমাদের অনুরোধ, আপনারা প্রতি সংগঠন থেকে অন্তত দু’জন সদস্যের দল পাঠান বৈঠকে অংশ নেওয়ার জন্য।” আজকে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পর আন্দোলনের অভিমুখ ঠিক কোন দিকে ঘোরে এখন সেটাই দেখার।