জুলাইয়ের শুরুতেই রান্নার গ্যাসের দামে বড় ছাড়! তবুও জনতার মুখ কেন ভার?

জ্বালানি তেলের দামে ছ্যাকা লাগলেও, মাসের প্রথমেই কমলো গ্যাসের দাম (July Gas Price)। তাও আবার এক ধাক্কায় অনেকটাই। কিন্তু তাতে মুখে হাসি নেই গৃহস্থের (July…

জ্বালানি তেলের দামে ছ্যাকা লাগলেও, মাসের প্রথমেই কমলো গ্যাসের দাম (July Gas Price)। তাও আবার এক ধাক্কায় অনেকটাই। কিন্তু তাতে মুখে হাসি নেই গৃহস্থের (July Gas Price)। কারণ বহুদিন অপেক্ষা করে থাকলেও, রান্নার গ্যাসের দাম সেই অর্থে কখনো কমেনি। বরং বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় দুইমাসে পরপর দুবার কমল।

বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু আরও ৩১ টাকা কমল (July Gas Price)। এতদিন ধরে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭৮৭ টাকা। সেখানে এবার জুলাইয়ের প্রথম দিন থেকে দাম কমে দাঁড়াচ্ছে ১৭৫৬ টাকা। গত মাসেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল ৭২ টাকা (July Gas Price)। অর্থাৎ গত দুমাস মিলিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম কমলো প্রায় ১০০ টাকারও বেশি। স্বভাবতই মুখে হাসি ব্যবসায়ী, হোটেল রেস্তোরাঁ এবং রান্নার ব্যবসার সাথে যুক্ত লোকজনদের মুখে।

   

পেট্রোপণ্যে বিপুল কর চাপাচ্ছে রাজ্য

কিন্তু মাসের প্রথম দিনেই গৃহস্থের মুখ ভার। সেই কবে লোকসভা নির্বাচনের আগে রান্নার গ্যাসের দাম কমেছিল। তারপর থেকে মাস তিনেক আর দাম কমার কোনও নাম নেই। উল্টে মরার উপরে খাঁড়ার ঘা দিয়ে সপ্তাহের প্রথম দিনে এসেছে বড় দুসংবাদ। পেট্রোল ডিজেলের দাম গড়ে এক টাকার উপরে বেড়েছে। সেই তুলনায় ঘরে ব্যবহারের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য, এখনও আপনাকে গত মাসের মত একই খরচা করতে হবে। অর্থাৎ ৮২৯ টাকা।

অপরদিকে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসে বেশ কয়েক মাস ধরে রাজ্য সরকারের কর ছাড়ের নির্দেশিকা জারি ছিল। যা শেষ হয়েছে গতকাল। আজ নবান্নে এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আছে। সেই বৈঠক শেষে আবারও সেই কর বসানো হবে? না ছাড় দেওয়া হবে? সেই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে সব রকম জ্বালানির দামে আবারও কোন পরিবর্তন আসে কিনা, সেটাই দেখার বিষয়।

ফেরত দিতে হবে না মাইনে? হাইকোর্টে শিক্ষকদের জয়ে মুখ পুড়লো শিক্ষা দফতরের!

অর্থাৎ আপনি যদি গৃহস্থ হন, কোনও ব্যবসায়িক কাজে আপনার যদি বাণিজ্যিক সিলিন্ডার না লাগে। তাহলে মাসে প্রথম দিনে আপনার জন্য কোন সুসংবাদ নেই অন্তত এই বিষয়ে। উল্টে বাড়িতে যদি গাড়ি থাকে তাহলে আপনার পকেট আজ থেকে বোধহয় একটু বেশিই ফাঁকা হবে।