পেট্রোপণ্যে বিপুল কর চাপাচ্ছে রাজ্য

জ্বালানীর (Petrol) দাম বাড়ানের সিদ্ধান্ত রাজ্য সরকারের। সেই অনুযায়ী বর্ধিত দাম ঘোষণা করলেন রাজ্যপাল। বিপুল পরিমাণে বাড়ছে পেট্রোল-ডিজেল এবং অন্যান্য পেট্রোপণ্যের দাম। রবিবার মধ্যরাত থেকেই…

nagaland-government-increases-tax-rates-on-petroleum-products

জ্বালানীর (Petrol) দাম বাড়ানের সিদ্ধান্ত রাজ্য সরকারের। সেই অনুযায়ী বর্ধিত দাম ঘোষণা করলেন রাজ্যপাল। বিপুল পরিমাণে বাড়ছে পেট্রোল-ডিজেল এবং অন্যান্য পেট্রোপণ্যের দাম। রবিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে নাগাল্যান্ডে।

উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ড। এনডিএ সরকার তলছে। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে জ্বালানীর উপরে বিপুল কর চাপানো হয়েছে। পেট্রোস, ডিজেল, মোটর স্পিরিট এবং লুব্রিক্যান্টের দামা বাড়ানোর কথা ঘোষণা করেছে নাগাল্যান্ডের রাজ্যপাল। ওই রাজ্যে এক ধাক্কায় অনেকটাই দাম বাড়তে চলেছে পেট্রোপণ্যের দাম।

   

ঘোষণা অনুসারে, ডিজেলের দাম বাড়তে চলেছে ১৬.৫০ শতাংশ থেকে ১৭.২০ শতাংশ। অথবা প্রতি লিটারে ১০ টাকা ৫১ পয়সা থেকে ১২ টাকা ৮৩ পয়সা। এর মধ্যে যেটি বেশি সেই অঙ্কই যুক্ত হবে পুরনো দামের সঙ্গে। একই নিয়মে পেট্রোলের দাম বাড়ছে ২৫ শতাংশ। অথবা ১৬ টাকা ৪ পয়সা। স্পিরিটের ক্ষেত্রে এই হার ২১.৭৫ শতাংশ অথবা ১৬ চাকা ৯৪ পয়সা।

সার্ক কারেন্সি নিয়ে মুদ্রাবাজার পেশী ফুলিয়ে দাঁড়াল ভারত

সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। বৃষ্টি কম হওয়ার কারণেই এই ভোগান্তি বলে দাবি করেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে জ্বালানীর দাম বাড়লে বাজারে অগুন জ্বলবে। এ আশঙ্কায় সাধারণের উদ্বেগ বেড়েছে। উদ্বিগ্ন ব্যবসায়ীরাও।