Job Scam: ১৯ কোটির লেনদেনে সন্দেহের তালিকায় টলি অভিনেত্রী-তৃণমুল যুবনেত্রী সায়নী

নিয়োগ দুর্নীতির (job scam) বিপুল আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে (Saayoni Ghosh) জেরা ইডির। এই দুর্নীতিতে আগেই ধৃত কুন্তল ঘোষের সাথে সায়নীর কী সম্পর্ক তাতেই ইডির…

নিয়োগ দুর্নীতির (job scam) বিপুল আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে (Saayoni Ghosh) জেরা ইডির। এই দুর্নীতিতে আগেই ধৃত কুন্তল ঘোষের সাথে সায়নীর কী সম্পর্ক তাতেই ইডির নজর। জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতিতে কুন্তল ও তাপসের ১৯ কোটির লেনদেন হয়েছিল। এর সাথে সায়নীর সংযোগ কতটা তা জানতে চায় ইডি।

তৃ়নমূল কংগ্রেস রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষ হাজিরার আগে বলেন, মাত্র ৪৮ ঘণ্টার নোটিশ ছিল। আমি নোটিশ মেনে হাজিরা দিয়েছি। পূর্ণ সহযোগিতা করব। সিজিও কমপ্লেক্সে এক মহিলা অফিসারের সামনে দুঁদে গোয়েন্দারা সায়নীকে চার পাতার প্রশ্নের লিখিত উত্তর চান। এতে আছে সায়নীর ব্যক্তিগত সম্পতির খতিয়ান সংক্রান্ত প্রশ্ন।

 

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে সায়নী ঘোষের বিষয়ে কিছু তথ্য পায় ইডি। তার ভিত্তিতে তৃণমূল যুবনেত্রীকে জেরায় ডাকা হয়েছে। সায়নীর সম্পত্তি খতিয়ান নিয়েও সন্দিহান ইডি। নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন নিয়ে সায়নী ঘোষের সাথে কুন্তল ঘোষের সংযোগে নজর ইডির। এছাড়াও সায়নীর আর্থিক সম্পত্তির খতিয়ান খতিয়ে দেখবে ইডি। চার পাতার প্রশ্ন তৈরি করা হয়েছে সায়নীর জন্য।

<

p style=”text-align: justify;”>যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের কাছে তার সম্পত্তির হিসেব চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কুন্তল ঘোষের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। প্রশ্নপত্র তৈরি করে ফেলেছেন ইডির অফিসাররা। সেখানে আর্থিক লেনদেন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। আবার সায়নী ঘোষকে একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছে।