Job Scam: নিয়োগ দুর্নীতির টাকা দিয়ে বিপুল জমি কেনায় অভিযুক্ত কালীঘাটের কাকু

নিয়োগ দুর্নীতির (Job Scam) কালো টাকা লগ্নি জমিতে। বিপুল পরিমাণে জমি কিনেছিলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। তার নামে চার্জশিটে এই কথা উল্লেখ করেছে ইডি। হদিস…

Kalighat Kaku Sujoy Bhadra

নিয়োগ দুর্নীতির (Job Scam) কালো টাকা লগ্নি জমিতে। বিপুল পরিমাণে জমি কিনেছিলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। তার নামে চার্জশিটে এই কথা উল্লেখ করেছে ইডি। হদিস তিনটে জমির। বাজার মূল্যের চেয়ে বহু কম দামে কেনা হয়েছে ওই জমি গুলো। যেখানে জমি গুলোর বাজার মূল্য কাঠা প্রতি এক কোটি টাকা। সেখানে মাত্র ৫০ লাখ টাকায় কেনা হয় ১৪ কাঠা জমি। কোথাও ২৬ কাঠা জমি কেনা হয় এক কোটি টাকায়।

ডায়মন্ডহারবার রোড থেকে ৫ মিনিটের হাঁটা পথে জমি। ১ কাঠা জমির মূল্য ১ কোটি টাকা সেখানে ১৪ কাঠা ৬ ছটাক জমি কেনা হয়েছে মাত্র ৫০ লাখ টাকায়। ১ বিঘা ১৯ কাঠা জমি কেনা হয় ১.৫ কোটিতে। অন্যদিকে ২৬ কাঠা ৯ ছটাক জমি কেনা হয় ১ কোটি টাকায়। অর্থাৎ বাজার মূল্যের অর্ধেক দামে কেনা হয় জমি।

চার্জশিটে সুজয়কৃষ্ণ ভদ্রের নামে এই জমির তথ্য উল্লেখ রয়েছে। এর সঙ্গে রয়েছে অযোগ্যদের চাকরি বিক্রি করা হয়েছে। কালীঘাটের কাকু এবং তার সংস্থা এই চাকরি বিক্রির কাজে জড়িত। ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড যুক্ত। এই কোম্পানির ঠিকানা হল বেহালায়। কোম্পানির ডিরেক্টরের নাম হিসেবে রয়েছে সমরভূষণ সরকার। জানা গিয়েছে বিপুল অস্থাবর সম্পত্তি কেনা হয়েছে।